ঢাকাশনিবার , ২৩ জুলাই ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারীকে আটক করার ঘটনায় প্রশংসায় ভাসছেন সুমিতা রবিদাস। 

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৩, ২০২২ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ফার্মগেটে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় ধাওয়া দিয়ে এক ছিনতাইকারীকে আটক করার ঘটনায় প্রশংসায় ভাসছেন সুমিতা রবিদাস।

শনিবার (২৩ জুলাই) গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন সাহসী নারী। ওনার শক্তিতেই বলীয়ান দেশের সব নারীরা। তিনি আজ বিশ্ব দরবারে একাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। প্রধানমন্ত্রীকে অনুসরণ করেই আমরা নারী সমাজ অনুপ্রাণিত।

সুমিতা রবিদাস বলেন, সাহস সবার ভেতরেই থাকে। কেউ দেখায়, কেউ দেখায় না। সাহস সবার দেখানো উচিৎ। সব নারীকেই এগিয়ে আসতে হবে। সন্ত্রাসবাদ, ছিনতাইকারী এসব রুখে দিতে আমাদের সাহসিকতা দেখাতে হবে। নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে।

ওইদিনের ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, যখন ছিনতাইকারী ফোনটা নিয়ে চলে যাচ্ছিল আশপাশে ৫০ থেকে ৬০ জন মানুষ ছিল। তারা চাইলে তাকে ধাওয়া দিতে পারতো। কিন্তু কেউ আমাকে তখন সহযোগিতা করেনি। এমনকি যখন তারা ভিডিও করছিল তখন আমার খুব রাগ উঠছিল। আপনারা একটু আগেও আমাকে কেউ সহযোগিতা করেননি। এখন সবাই ভিডিও করছেন।

উল্লেখ্য, রাজধানীর ফার্মগেটে বোনের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় ধাওয়া দিয়ে এক ছিনতাইকারীকে আটক করেন সুমিতা রবিদাস। আটককৃতকে শেরে বাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তার সহযোগী মোবাইল ফোন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ছিনতাইকারীকে ধাওয়া দেয়া সুমিতা রবিদাস বলেন, আমার বোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী। সন্ধ্যায় কোচিং থেকে বের হয়ে সে মাকে ফোন করছিল। তখন দুই কিশোর তার ফোন ছিনিয়ে নেয়। আমি তার সঙ্গেই ছিলাম। ঘটনাটি দেখে আমি ধাওয়া দিয়ে তাদের একজনকে ধরে ফেলি। তখন পথচারীরা তাকে মারধর করে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সুমিতা বলেন, ছিনতাই হওয়া ফোনে ছোট বোনের কিছু ডকুমেন্ট নথি ও ভিডিও টিউটোরিয়াল আছে। এগুলো তার ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

এদিকে পুলিশের উপপরিদর্শক মহসিন মিয়া জানান, ফোন ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।