ঢাকাসোমবার , ৮ আগস্ট ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘ কোনো কিছু করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বে কোনো পারমাণবিক যুদ্ধ শুরু হলে জাতিসংঘ কোনো কিছু করতে পারবে না এবং সম্ভবত তখন জাতিসংঘও টিকে থাকতে পারবে না।

আজ সোমবার জাপানের টোকিওতে হিরোশিমা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে  তিনি এই মন্তব্য করেন।

জাপানের এক সাংবাদিক ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক আক্রমণ সম্পর্কে জিজ্ঞেস করলে এমন মন্তব্য করেন গুতেরেস।

তিনি বলেন, আমার বিশ্বাস যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় , সম্ভবত জাতিসংঘ থাকবে না, কোনো কিছু করতে।

তিনি আরও বলেছেন,  কোনো ধরনের পারমাণবিক যুদ্ধ মানে ‘বিশ্ব ধ্বংস’ হবে।

এ ব্যাপারে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে আক্রমণ করার মানসিকতা থেকে দূরে থাকতে হবে এবং অপারমাণবিক দেশগুলোকে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে হুমকি দেওয়া থেকে দূরে থাকতে হবে।

জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, এটি পরিস্কার যদি কেউ প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে কোনো পারমাণবিক যুদ্ধ থাকবে না (যুদ্ধ করার মতো শক্তি থাকবে না)।

এদিকে গত সপ্তাহে জাপানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল গালুজিন পারমাণবিক অস্ত্র নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে জানান, ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো ইচ্ছা নেই।

তিনি জানিয়েছেন, বিশ্বে একবারই পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়েছে। সেটি করেছে যুক্তরাষ্ট্র। তারা জাপানের হিরোশিমা এবং নাগাসাকির মানুষের ওপর আসলে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

সূত্র: তাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।