ঢাকাবুধবার , ২২ জুন ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

(ঢাবি) ক্লাবে একটি ঘরোয়া দাওয়াত ঘিরে নাটক শুরু করেছে সরকার :রিজভী

নিজস্ব প্রতিবেদক
জুন ২২, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে একটি ঘরোয়া দাওয়াত ঘিরে নাটক শুরু করেছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২২ জুন) এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

গত শনিবার রাতে কয়েকজনকে নিয়ে ঢাবি ক্লাবে যান সস্ত্রীক রিজভী। ক্লাবটির সভাপতি ও বিএনপিপন্থী শিক্ষক নেতা ওবায়দুল ইসলামের আমন্ত্রণে সেখানে যান তারা। পরে ওখানে খাওয়া-দাওয়া করেন রিজভীরা। এ নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী কয়েকজন শিক্ষক ও ছাত্রলীগ।এ পরিস্থিতিতে ওই ঘটনা খতিয়ে দেখতে অনুসন্ধান কমিটি গঠন করেছে ঢাবি ক্লাব। পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, ওই রাতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) ঘরোয়া দাওয়াতে গিয়েছিলাম আমি। সেসময় ঢাবিসহ অন্য বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং তিনজন সাংবাদিক উপস্থিত ছিলেন। সবমিলিয়ে ১০ থেকে ১২ জন ছিলাম।

তিনি বলেন, সিসিটিভির অধীনে কীভাবে আমরা সেখানে গেলাম। সেটিকেই ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে দাঁড় করিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু শিক্ষক। আমিসহ ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওবায়দুলকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে তারা। এজন্য বিভিন্ন কর্মসূচি দিচ্ছে।

বিএনপির এ নেতা দাবি করেন, পদ্মা সেতুর দুর্নীতি,  সারাদেশে ভয়াবহ বন্যা মোকাবিলায় ব্যর্থতা, মূল্যস্ফীতি বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঢাকতেই ঢাবি ক্লাবের অনুষ্ঠান নিয়ে নাটক শুরু হয়েছে। কারণ, সেসব নিয়ে তুমুল সমালোচনা করছে সর্বস্তরের জনগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।