তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সাথে আলোচনা চলছে।
মন্ত্রী বৃহস্পতিবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন।
তিনি বলেন, আদালতের রায় অনুযায়ী কেউ তারেক রহমানের বক্তব্য প্রচার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে নয় স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার হয়েছে।
এই মামলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়। তাদের পছন্দের মানুষরা এই মামলা করেছিল।
তথ্যমন্ত্রী বলেন, রংপুরের জনসভা প্রমাণ করেছে শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা, সমর্থন সব আছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।