ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি: তথ্যমন্ত্রী।

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২২ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি বলে সাফ জানিয়ে দিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী রোববার এক অনুষ্ঠানে প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দেন ।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকরা জ্বালানি উপদেষ্টার এ মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘তৌফিক-ই-ইলাহী সাহেব যেটি বলেছেন, সেটি তাঁর ব্যক্তিগত কথা এবং তিনিই এর ব্যাখ্যা দিতে পারবেন; সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী খুলনায় বিএনপির শনিবারের সমাবেশ প্রসঙ্গে বলেন, বিএনপি খুলনায় সমাবেশ করতে গিয়ে খুলনার নবনির্মিত রেলস্টেশনে ভাঙচুর করেছে, দৌলতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছে। বিএনপি নেতারা বলেছেন যে বাস-লঞ্চ এগুলো বন্ধ। বাস-লঞ্চের মালিকেরা নিজেরাই ধর্মঘট ডেকেছে। এখানে সরকার কিংবা সরকারি দলের কোনো হাত নেই।

হাছান মাহমুদ বলেন, ২০১৩-১৫ সালে বিএনপি যেভাবে বাস, লঞ্চে আগুন দিয়েছিল, জীবন্ত শ্রমিকদের পুড়িয়ে হত্যা করেছিল, দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে যেভাবে মানুষ হত্যা করেছিল, এ জন্য স্বাভাবিকভাবেই বাস–লঞ্চের মালিক ও শ্রমিকেরা উদ্বিগ্ন ছিল। সে কারণে তারা ধর্মঘট ডেকেছিল।’

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া বেশ কবার বলেছিলেন যে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। ভাগ্যের এমন নির্মম পরিহাস, ২০০৮ সালের নির্বাচনে বিএনপি প্রথমে ২৯টি

আসন পেয়েছিল, অর্থাৎ ৩০টির কম।#

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/২৪

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।