ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

দেশের সব মহানগরের ২ দিনের বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা জামায়াতে ইসলামী।

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকাসহ সব মহানগরে দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামীকাল শুক্রবার ঢাকায় এবং রোববার দেশের অন্যান্য মহানগরীতে শান্তিপূর্ণ মিছিল করবে দলটি। ৬ সেপ্টেম্বর (বুধবার) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের এমআর করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন ও নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের, জুলুম-নির্যাতনসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, সরকারের জুলুম-নির্যাতনের প্রতিবাদে ১৮ আগস্ট দেশব্যাপী দোয়া অনুষ্ঠান এবং ২৩ আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু সরকার সংবিধান স্বীকৃত শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচিতেও বাধা দিয়েছে। সরকার সারা দেশে নেতাকর্মীদের বাড়িঘরে, ব্যবসায় প্রতিষ্ঠানে এবং কর্মস্থলে গণগ্রেফতার অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে বাড়িঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেছে।

বিবৃতিতে সেক্রেটারি জেনারেল বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য দলের সব জনশক্তি, দেশের আপামর জনগণ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।