ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ধানমণ্ডি ৩২ এ শিবিরের কর্মীকে মা’রধর!

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৫ ৪:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ঘিরে উত্তাল হয়ে ওঠেছে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এলাকাটিতে বিএনপি ,জামাত ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শেখ মুজিবের বাড়ির সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন। শেখ হাসিনার ফাঁসি চেয়ে মিছিল করছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরাও।বিপুলসংখ্যক আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে। এসময় আওয়ামী লীগের কর্মী সন্দেহে ৩ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। উত্তেজনা বিরাজ করছে কলাবাগান, পান্থপথসহ আশেপাশের এলাকাতেও।

বেশ কয়েকজন বলেছেন, রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে এক ব্যক্তি ভিডিও কলে কাউকে পরিস্থিতি দেখাচ্ছিলেন। ভিডিও কলে অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্রজনতা ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
ছাত্রজনতার দাবি, আটক ব্যক্তির নিজের ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেছে। তারা বলেন, গতকাল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলীয় নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তাই আওয়ামী লীগ কর্মীরা যাতে কোনো অঘটন ঘটাতে না পারে, সেজন্য তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। এর কিছুক্ষণ পর রাত ৯ টার দিকে একই স্থানে আরও দুজনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার ঘটনা ঘটে। রাত ১১টা ৫৭র দিকে কালো টি শার্ট পরা আরও একজনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে পুলিশ আটক করে। তবে কেন তাদের আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে, তা স্পষ্টভাবে কেউ জানাতে পারেননি। ঘটনার সময় উপস্থিত জনতা ‘আ.লীগের দালাল হুঁশিয়ার’, ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে আওয়ামী লীগ সন্দেহে ছাত্রশিবিরের এক নেতাকে মারধরের অভিযোগ উঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে জানা যায় মারধরের শিকার যুবক ছাত্রশিবিরের ঢাকা কলেজ ইউনিটের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মামুন। এসময় আহাদ নামে ঢাকা কলেজ ছাত্রশিবিরের এক সদস্যকেও মারধরকারীরা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যায়। বিষয়টি নিয়ে ছাত্রদলকে দায়ী করে ঢাকা কলেজ ছাত্রশিবিরের সদস্য মো. তাওহীদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা যদি সরাসরি প্রতিকার চাই তাহলে আরেকটি মবের সৃষ্টি হবে। আমরা সেটা চাইনি। আমাদের নেতারা এসেছিলেন। হামলাকারী এক ব্যক্তিকে স্থানীয় ছাত্রদলের হাতে তুলে দেয়া হয়েছে। তারা যেন এই হামলার সমুচিত বিচার করেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার জিসানুল হক বলেন, কেউ যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খলা বা নাশকতা করতে না পারে, সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এখান থেকে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের ফোন চেক করে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি নির্দোষ হন, ছেড়ে দেওয়া হবে। আর দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বৃহস্পতিবার বিকেল থেকেই ধানমন্ডি ৩২-এর প্রবেশপথে পুলিশি ব্যারিকেড বসিয়ে যানবাহন ও পথচারীর চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তল্লাশি ছাড়া কাউকেই ওই সড়কে ঢুকতে দেয়া হয়না। তবে রাত বারার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। শেষ কবর পর্যন্ত (রাত ১২টা ১৫) এখনো ছোট ছোট দলে বিভিন্ন দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আসছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।