অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তাঁরা সড়কে টায়ারে আগুন জ্বালান। আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় তাঁরা সড়কে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন।
এদিকে মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর মদনপুরে দুটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল সোয়া আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মাহমুদের অনুসারীরা অবেরাধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা সড়কে টায়ারে আগুন ধরান। পুলিশ আসার আগেই তাঁরা সেখান থেকে সরে যান।
মামুন মাহমুদ বলেন, সর্বাত্মক অবরোধ চলছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবরোধ কর্মসূচি সফল করে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করবে জনগণ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সড়কে টায়ারে লাগানো আগুন পুলিশ গিয়ে নিভিয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।
এদিকে অবরোধের সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় দুটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে।
অবরোধ সমর্থনকারী কিছু যুবক এ আগুন দেন। এ সময় তাঁরা যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, আগুন দেওয়ার কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
অবরোধের সমর্থনে সকাল সাতটার দিকে শহরের কালিরবাজার নবাব সিরাজউদ্দৌলা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা। তারা শেখ হাসিনার পদতদ্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
অবরোধে মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম চলাচল করছে। স্থানীয় গাড়ি চলছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বলেন, অবরোধের সমর্থনে সকালে মিছিল বের করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

 
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                