ঢাকাশুক্রবার , ১৮ জুন ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ আবু ত্বাহা আদনান ও ফেসবুক বাঙ্গালদের অতি আবেগী চরিত্র…

নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২১ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

দুইটা প্রশ্ন…

গত দশকের সবচেয়ে আলোচিত হিট গুম বিএনপি নেতা ইলিয়াস কে গুম করেছিলো কে ?
গত দশকে আরেক আলোচিত হিট বিএনপি নেতা ঢাকা সিটির ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে গুম করছিলো কে?

উত্তর গুলো মনে আছে নাকি আবার বলতে হবে?

হাতে চুলকায়? সময় নাই টময় নাই বাবু একহান টিকেট দেন হুজুগ জিকির উঠেই থাকে?

চৌধুরী আলমের যখন খোঁজ পাওয়া গেলো তখন তার দ্বিতীয় স্ত্রীর স্বীকারোক্তিতে ছিলো চৌধুরী আলম দ্বিতীয় বিয়ে করেছিলো কুষ্টিয়া জেলার কোন এক জায়গায়, চৌধুরী আলম তার দ্বিতীয় স্ত্রীর কাছে বেড়াতে গেলে সেখানে তার স্ত্রী তাকে আটকে রাখে।

বিএনপি নেতা ইলিয়াসের কথা তো এইতো সেদিন বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস বলেই দিলো বিএনপি নেতারাই ইলিয়াস কে গুম করেছে।

কথা হলো উক্ত দুই ঘটনা সহ গত দশকের আরো যেসব আলোচিত গুমের ঘটনা ছিলো, যেসব গুম গুলোর পরে আর কেউ না বিএনপি জামাত গুমের অভিযোগ তুলে সরাসরি সরকার কে দোষারোপ করে বক্তব্য বিবৃতি দিয়েছে, মিডিয়া সেইসব এড্রেস করেছে, আর সবচেয়ে ছাগলামী কাজ ছিলো গুম হওয়া ব্যাক্তির স্ত্রী সন্তানদের দিয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুল ব্যাকুল আবেদন জানানো, অর্থাৎ, একটা গুম এর পরে নানান পরিকল্পিত বক্তব্য বিবৃতি যা থেকে যে কারো বুঝে নিতে সমস্যা হতো না যে যারা অভিযোগ গুলো করছে গুম টা তাদের সামনে হয়েছে, তারা দেখেছে, যা দেখেছে তাই বলছে।

বাস্তবতা কি ছিলো? ইলিয়াস চৌধুরী আলমের বিষয়টা বাদ দেওয়ার সুযোগ নেই। অন্য গুম গুলোর কি হয়েছিলো? কেউ ঋনগ্রস্ত হয়ে ডিপ্রেশনে ভোগে নিজেই নিজেকে গুম করেছে, কেউ সরকার কে চাপে ফেলতে গুমের নাটক করেছে, অপরদিকে বাংলাদেশে পরিবারে অভিযোগে গুম ব্যাক্তির সন্ধান আমরা দেখেছি নানান ভাবে যে ওরা সিরিয়া বা আফগানিস্থানে অবস্থান করছে।

ঠিক এইরকম পরিস্থিতি যেখানে শয়ে শয়ে হয়েছে, সেখানে আবু ত্বা হা আদানান নামের ব্যাক্তির নিখোঁজ হয়ে যাওয়াটা কেন গুমের অভিযোগে শুনতে হচ্ছে আমাদের? যেখানে ইতিপুর্বের এই গুম নাটকটি একটি বিতর্কিত হালকা ড্রামায় রুপান্তরিত হয়েছে, সেখানে শতভাগ প্রতক্ষ্যদর্শী না হয়ে আবু ত্বাহা আদনান গুম হয়েছে সরকারের দিকে আঙ্গুল তোলা হচ্ছে কেন?
ঠিকআঝে একটা লোক নিখোঁজ, সরকারের দ্বায়িত্ত্ব তাকে খুঁজে বের করার, তা চুদকনীতে ব্যস্ত ফেসবুক বুজুর্গরা, ৪ পুরুষের নিয়ন্ত্রক মহিলা আবু ত্বাহার বউ বোরখাওয়ালী কি ঘটনার দিন থেকে গতকাল পর্যন্ত একটা জিডি ব্যাতিত থানায় সুনিদৃষ্ট কোন অভিযোগ দায়ের করেছেন? কেউ কোন প্রমান দিতে পারবেন?

তো কথা হলো আবু ত্বাহা আদনান গুম হইছে এইটা পাইলেন কই? ত্বাহা গুম হইতে দেখছেন ? যারা গুম করছে তারা কি আপনার বা আপনা‌দের সাথে প্ল্যান শেয়ার করছে? নাকি আপ‌নি নিজে আবু ত্বাহা আদনান কে গুম করেছেন?

উপরের যদি একটাও না হয়ে থাকে, তাহলে কিভাবে বলছিস আবু ত্বাহা গুম হইলো…

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।