ঢাকাশুক্রবার , ১২ মার্চ ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নির্ধা‌রিত চ‌সিক কাউ‌ন্সিলরদের সংবর্ধনার অনুষ্ঠা‌ন স্থ‌গিত।

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১২, ২০২১ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে ৪১টি সাধারণ ও ১৪টি মহিলা ওয়ার্ডের ৫৫ জন নব‌নির্বা‌চিত কাউন্সিলরদের এক সংবর্ধনার আয়োজ‌ন করা হ‌য়ে‌ছি‌লো।
শহীদ মাহফুজ স্মৃতি সংসদের উদ্যোগে আজ শুক্রবার (১২ মার্চ) বিকেল চারটায় নবনির্বাচিত চসিক কাউন্সিলরদের গণসংবর্ধনা ও মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরাপত্তা জ‌নিত কার‌নে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সিএমপির পক্ষ থেকে।

প‌রে, শহীদ মাহফুজ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল স্বাক্ষ‌রিত এক চি‌ঠি‌তে সংবর্ধনা অনুষ্ঠান স্থ‌গিতের বিষয়‌টি নি‌শ্চিৎ করা হয়।

জানা যায়, উক্ত চ‌সিক কাউ‌ন্সিলর‌দের সংবর্ধনা অনুষ্ঠান‌টি‌তে ‘শহীদ মাহফুজ স্মৃতি সংসদে’র প্রতিষ্ঠাতা সভাপতি এবং চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুলের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাকার কথা ছি‌লো মহানগর আওয়া‌মী লীগ সাধারন সম্পাদক ও সা‌বেক চ‌সিক মেয়র আলহাজ্ব আ জ ম না‌সির।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টায় ওয়াহিদুল আলম শিমুল অপরা‌জিত বাংংলা‌কে বলেন, “আমাদের সব প্রস্তুতি শেষ। রাতটা পেরােলেই অনুষ্ঠান। হঠাৎই বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে সিএমপি কমিশনারের অফিস থেকে এক পুলিশ কর্মকর্তা ফোন করে কালকের অনুষ্ঠান বন্ধ করতে বলেন। কেন, কী কারণে বন্ধ করতে বললেন জানতে চাইলে ওই প্রান্ত থেকে বলা হয়, অনুষ্ঠানে আইনশৃংখলাজনিত সমস্যা হতে পারে এমন আশংকা রয়েছে। তাছাড়া উপর থেকেও এ ব্যাপারে নিষেধ আছে।”

এঅবস্থায় হঠাৎই পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসায় অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় আয়ােজক সংগঠন। বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ১০ টার দিকে নিজস্ব প্যাডে এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণবশত’ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে মর্মে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রাক্তন ছাত্রনেতা ওয়াহিদুল আলম শিমুল।

শিমুল আরও বলেন, “এরপর পুলিশের আরেক কর্মকর্তাও ফোন করে একই কথা বললেন। এ পরিস্থিতিতে সব প্রস্তুতি নিয়েও আমরা অনুষ্ঠান স্থগিতে বাধ্য হলাম।”
মেয়র রেজাউল ভাই থেকে গত ৯ মার্চ মাঠ ব্যবহারের জন্য আমরা লিখিত অনুমতি নিয়েছি। তিনি স্বতঃস্ফূর্তভাবে আমাদের অনুমতি দেন। অনুষ্ঠানে তার কোনাে আপত্তি নেই জানিয়েছেন। তাহলে আপত্তিটা কার এবং কোথায়, উপরের নির্দেশ বলতে কার নির্দেশ সবকিছুই অপরিস্কার ও ঘােলাটে। -বলেন ওয়াহিদুল আলম শিমুল।

এদিকে, রাত বেশি হওয়ায় এব্যাপারে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বক্তব্য জানা সম্ভব হয়নি। এরপরও রাত সাড়ে ১২ টার দিকে ফোন দেওয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে। কিন্তু রাত বেশি হওয়ায় তিনিও ফোন ধরেননি।

নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক আয়োজক সংগঠন‌ সং‌শ্লিষ্ট কিছু ব্য‌ক্তি অপরা‌জিত বাংলা‌কে জানান, “পু‌লিশ বল‌ছে উপ‌রের নি‌র্দেশ আছে, আবার বলা হয় আইনশৃংখলাজনিত সমস্যা হতে পারে, পু‌রো বিষয়টাই আমা‌দের কা‌ছে রহস্যজনক।”

প্রসঙ্গত, শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগের তৎকালীন সভাপতি মাহফুজ ১৯৯৭ সালের ২৭ নভেম্বর তৎকালীন বিরােধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে জামায়াত শিবিরের হামলায় চমেকে শাহাদাত বরণ করেন। ১৯৯৮ সালে তার স্মৃতিরক্ষার্থে শহীদ মাহফুজ স্মৃতি সংসদ গঠন করেন তার রাজনৈতিক সতীর্থরা। সংগঠনটির উদ্যোগে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

উল্লেখ্য যে, চট্টগ্রাম সিটি করপােরেশন নিয়ন্ত্রণাধীন নগরের দুই নাম্বার গেট বিপ্লব উদ্যানে এই গণসংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ইতােমধ্যে মঞ্চ তৈরি, সাজসজ্জা ক্রেস্ট বানানাে, শিল্পীদের কন্টাক্টসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠান স্থগিত হওয়ার জন্য ওয়াহিদুল আলম শিমুল সবার কাছে আন্ত‌রিকভা‌বে দূঃখ প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।