বিএনপিকে উদ্দেশ করে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, পুলিশের ওপর হামলা হলে এর জবাব যুবলীগ দেবে। এই পুলিশ বাহিনীর দক্ষ নেতৃত্বে আজ বাংলাদেশের সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও নির্বাসনে। সুতরাং পুলিশের ওপর আক্রমণ করলে যুবলীগ ও দেশের জনগণ সেটা মেনে নেবে না।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর সবুজবাগ বালুর মাঠে ‘দেশবিরোধী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে।
বিএনপির নেতাদের সমালোচনা করে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করলে থানা আক্রমণের হুমকি দেওয়া হচ্ছে। কোনো সভ্য সমাজে, আইনের প্রতি শ্রদ্ধাশীল কোনো নাগরিক এসব কথা বলতে পারেন না। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি-জামায়াত সন্ত্রাসী সংগঠন।
যুবলীগ চেয়ারম্যান বিএনপির সমালোচনা করে বলেন, আপনারা দেশের জনগণকে ভিকটিম বানানোর স্পর্ধা দেখাবেন না। যুবলীগের নেতাকর্মীরা এখনো মাঠে আছে। আমরা জানি, আপনাদের মতো কুচক্রী মহলকে কীভাবে রাজপথে মোকাবিলা করতে হয়।
যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের ঐক্যবদ্ধ ও ধৈর্যশীল হতে হবে। বিএনপি-জামায়াতের কৌশল আমাদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা। তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে। আপনারা ওদের ফাঁদে পা দেবেন না। কিন্তু রাজপথ ছাড়া যাবে না।
যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান বলেন, যুবলীগের নেতা-কর্মীরা সারা দেশে সোচ্চার। যুবসমাজ আজ ঐক্যবদ্ধ। জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যকে প্রতিহত করতে রাজপথে দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ।