ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে নাজিরহাট বড় মাদ্রাসায় পরিচালক নিয়োগে শুরা কমিটির বৈঠকঃ এলাকা থমথমে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ।

ইউনুস মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি।।
অক্টোবর ২৮, ২০২০ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি -উপজেলার শতবর্ষী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট নছিরুল ইসলাম বড় মাদ্রাসায় পরিচালক নিয়োগে শুরা কমিটির বৈঠককে কেন্দ্র করে আজ(বুধবার) উত্তর চট্টগ্রামের বানিজ্যিক কেন্দ্র নাজিরহাট বাজারে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা বৈঠকে গৃহীত সিদ্ধান্তানুযায়ী প্রশাসন আজ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ঔষধ, খাবার, নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান সহ সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করে। এ বিষয়ে মঙ্গলবার বিকালে সর্বসাধারণের জ্ঞাতার্থেে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেয়া হয়।

এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষার্থে আজ সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় নাজিরহাট বাজারের ১ বর্গ কিলোমিটার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও লোক সমাগম বন্ধ রয়েছে।

উল্লেখ্য,উক্ত মাদ্রাসার পরিচালক নিয়োগ নিয়ে গেল ৪ মাস ধরে মাদ্রাসার শুরা কমিটির সিদ্ধান্ত ব্যতিরেখে মাওলানা সলিম উল্লাহ নামে এক ব্যক্তি প্রভাব বিস্তার করে পরিচালক পদটি দখলে নেন। যারকারণে, এলাকাবাসী ও শিক্ষার্থী দের মধ্যে বিভাজন হয়ে পড়ে। গেল শনিবার মাদ্রাসার শিক্ষার্থীদের তোপের মুখে মাওলানা সলিম উল্লাহ মাদ্রাসা ছেড়ে চলে যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।