ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানা‌লেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বুধবার) সকালে ধানমন্ডি ৩২ নম্বর বাসভবনের সামনে শ্রদ্ধা নিবেদনের পর সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন দলীয় নেতাকর্মীরা।

এর আগে সকাল ৭টার দিকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

এ সময় বিউগলের করুণ সুর বাজানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ সময় এক মিনিট নীরবতা পালন করেন।

তাদের সঙ্গে সেখানে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।