ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির নেতারা দল ভেঙে বিভিন্ন নামে নির্বাচনে অংশ নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির নেতারা দল ভেঙে বিভিন্ন নামে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন বিএনপিকে নির্বাচনে অংশ নিতে বারবার আহবান জানাচ্ছে। তবে, দলটির নেতারা নিজেদের দল ভেঙ্গে বিভিন্ন নামে নির্বাচনে অংশও নিচ্ছে।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট হবে ৭ জানুয়ারি।

তবে বিএনপি ও তাদের সমমনা দলগুলো তফসিল প্রত্যাখ্যান করে সরকার পতনের এক দফা দাবিতে হরতাল, অবরোধের কর্মসূচি চালাচ্ছে। তাদের এই কর্মসূচি সহিংস রূপ নিয়েছে।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট ভেঙে বেশ কয়েকটি রাজনৈতিক দল ভোটে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার সংবাদ সম্মেলন করে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম আরও দুটি রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট নামে একটি জোটের ঘোষণা দিয়ে বলেছেন, আসন্ন নির্বাচনে তারা অংশ নেবেন। ইবরাহিমের কল্যাণ পার্টি বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী ছিলো।

এদিকে বিএনপির সাবেক বেশ কয়েকজন সংসদ সদস্য নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়ে ভোট অংশ নিচ্ছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বাংলাদেশে থাকা জাতিসংঘের কর্মকর্তাদের নিরাপত্তা, আসন্ন নির্বাচন, বিএনপির অংশগ্রহণসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আবাসিক প্রতিনিধি জানতে চেয়েছিলেন, জাতিসংঘসহ অন্যান্য বিদেশি কূটনীতিকদের নিরাপত্তার জন্য আমরা কী পদক্ষেপ নিয়েছি।

‘আমরা বলেছি, জনগণের নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ। পাশাপাশি বিদেশি যারা আছেন, তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই ব্যবস্থা নিচ্ছি।’

কামাল বলেন, আমরা এটা বলেছি যে, যদি আপনারা মনে করেন আপনার নিরাপত্তা আরও বাড়াতে হবে, তাহলে আমাদের জানালেই সেই বিষয়টি বিবেচনা করব। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে আমাদের কাছে সেটির একটি অনুলিপি দিলেই আমরা পদক্ষেপে নেবো।

তিনি বলেন, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ থাকবে, যাতে কোনো কেউ কোনো রকম নাশকতা কিংবা ভীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে।

বিদেশি কূটনীতিকরা মুক্তভাবে চলাচল করতে পারবে কি না- এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলেছি, যেখানেই যেতে চান, যেতে পারেন। যদি তিনি মনে করেন, সহযোগিতার দরকার আছে আমাদের জানালেই আমরা সেটা করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।