দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কড়া নির্দেশনা দিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। নির্বাচন প্রতিযোগিতামূলক করার পাশাপাশি কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়াও নির্বাচনে কোনো অবস্থাতেই বিদ্রোহী প্রার্থী হওয়া যাবে না বলে সতর্ক করে প্রত্যেক প্রার্থীকে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (২৬ নভেম্বর) গণভবনে তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময়কালে এমন নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিন বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দলীয় সূত্র এই তথ্য জানিয়েছে।
এর আগে দুপুর সাড়ে ১২টায় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গণভবনে ওই বৈঠক শেষ হয়। পরে গণভবন থেকে বেরিয়ে নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থীরা বলেন, বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ ও অপপ্রচার রোধে নেতাদের রাজপথে থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। সেই সঙ্গে নির্বাচন প্রতিযোগিতামূলক করার পাশাপাশি কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
এবারের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়তে তিন হাজার ৩৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তাদের মধ্য থেকে ৩০০ প্রার্থী বাছাই করতে বৈঠক করছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। এর মধ্যেই গত শুক্রবার (২৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনকে সামনে রেখে তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে আজ রোববার আওয়ামী লীগ সভাপতির মতবিনিময় করার ঘোষণা আসে। পরে দলীয় প্রধানের ডাকে সাড়া দিতে এদিন সকাল থেকেই নেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গণভবন ও আশপাশের এলাকা।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সারিতে এদিন দলীয় নেতাদের পাশাপাশি আরও ছিলেন জনপ্রিয় তারকা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌসসহ নানা অঙ্গনের তারকারা। প্রার্থীরা বলছেন, মাঠে যারা কাজ করেছেন, জনসম্পৃক্ততা রয়েছে- এমন ত্যাগী আর পরীক্ষিতদের মূল্যায়ন করবে আওয়ামী লীগ।
। এ সভা থেকে আগামী নির্বাচনের ব্যাপারে দলের নীতিনির্ধারণী সিদ্ধান্ত জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত হয়ে না আসতে পারেন সে ব্যাপারে জোর দিয়েছেন। ডামি বা বিকল্প প্রার্থী রাখতেও বলেছেন। মনোনয়নপ্রত্যাশীরা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সাংবাদিকদের বলেন, ‘‘নেত্রী জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে অবস্থান নিতে বলেছেন। ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, আরেকজন প্রার্থী সাথে রাখতে বলেছেন। সবচেয়ে বড় বিষয় কনফার্ম করেছেন নির্বাচনবিহীন অথবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ আসতে না পারে। আমি নিশ্চিত করে যাচ্ছি আমার যে আসন সেটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবে না।’’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ একটি গণমাধ্যমকে বলেন, ‘‘নেত্রী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলেছেন।’’ বিকল্প প্রার্থী রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘বিকল্প প্রার্থী রাখতে বলেছেন নির্বাচনে যাতে কেউ কোনো ধরণের অনিয়ম করতে না পারে। ভোটারের উপস্থিতি যাতে বাড়ে, সেজন্যও কাজ করতে বলেছেন।’’স্বতন্ত্র প্রার্থীদের সহযোগিতা করা হবে স্বতন্ত্র প্রার্থীদের বহিস্কার করা হবেনা বলে নেত্রী আশ্বস্ত করেছেন