ঢাকামঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

শ্রীলঙ্কার দেওয়া ২৮০ রান তাড়ায় ৪১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তানজীদ হাসান তামিম করেন ৯ আর আরেক ওপেনার লিটন কুমার দাসের ব্যাট থেকে আসে ২৩ রান। এরপর ১৭০ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। সাকিব করেন ৮২ আর শান্তর ব্যাট থেকে আসে ৯০ রান। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম দ্রুত ফিরলেও জয় পেতে সমস্যা হয়নি। শেষদিকে তাওহীদ হৃদয়ের ৭ বলে ১৫ ও তানজিম হাসান সাকিবের ৬ বলে ৯ রানের ক্যামিওতে ৮.৫ ওভার বাকি থাকতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এই জয়ে চলতি বিশ্বকাপে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে উঠে এসেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে এটাই প্রথম জয় বাংলাদেশের।

মুশফিক-রিয়াদ ফিরে গেলেন

জয়ের পথেই ছিল বাংলাদেশ। আচমকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ দ্রুত ফিরে গেলেন।

জয়ের পথে বাংলাদেশ

সাকিব-শান্ত সেঞ্চুরি ফেলে ফিরে গেলেও মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের জুটিতে জয়ের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ।

সেঞ্চুরি ফেলে গেলেন সাকিব-শান্ত

৪১ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে গড়েন ১৭০ রানের জুটি।

তবে দুজনের কেউই সেঞ্চুরি করতে পারেননি। সাকিব করেন ৮২ আর শান্তর ব্যাট থেকে আসে ৯০ রান। ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪৭ রান।
এর আগে ৪১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তানজীদ হাসান তামিম করেন ৯ আর আরেক ওপেনার লিটন কুমার দাসের ব্যাট থেকে আসে ২৩ রান।

দেরি করায় “টাইম আউট” ম্যাথিউস

মাঠে ঢুকে বল মোকাবিলা করতে দেরি করে ফেলেছিলেন শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস। ফলে নির্ধারিত সময় পার হয়ে যায়। এ কারণেই টাইমড আউটের আবেদন করে বাংলাদেশ। সেই আবেদনে সাড়া দিয়ে আউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার ইরাসমাস। ধারাভাষ্যে থাকা শ্রীলঙ্কান রাসেল আর্নল্ডের দেওয়া তথ্য অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউটের ঘটনা এটাই প্রথম।

শ্রীলঙ্কার প্রতিরোধ ভাঙলেন সাকিব

৭২ রানে ৩ উইকেট হারানোর পর সামারাবিক্রমা ও আসালাংকা মিলে হাল ধরেন। দুজনের জুটিতে বেশ ভালো গতিতে রান উঠছিল শ্রীলঙ্কার বোর্ডে। তবে দলীয় ১৩৫ রানে সামারাবিক্রমাকে ফিরিয়ে তাদের ৬৩ রানের জুটি ভাঙলেন সাকিব। ফেরার আগে ৪১ রান করেন সামারাবিক্রমা। ২৪.২ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩৫ রান।

শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ১০০ পার

শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ১০০ পার হয়েছে। ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১০৫ রান।

বিশ্বকাপে প্রথম উইকেট পেলেন সাকিব

বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নেমে ভালো বোলিং করলেও প্রথমে একটু খরুচে ছিলেন তানজীম হাসান সাকিব। নিজের চতুর্থ ওভারেই উইকেটের দেখা পেলেন তিনি। লঙ্কান ব্যাটার নিশাংকা তার বলে বোল্ড হয়ে ফিরলেন। ফেরার আগে ৩৬ বলে ৪১ রান করেন তিনি।

কুশল মেন্ডিসকে ফেরালেন সাকিব

শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসকে ফেরালেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এতে ভাঙে ৬১ রানের জুটি। সাকিবে উড়িয়ে মারতে গিয়ে শরিফুলের হাতে ধরা পড়েন কুশল। ফেরার আগে তিনি করেন ১৯ রান। ১২ ওভারে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৬৯ রান।

প্রথম পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ৫২/১

প্রথম ওভারে কুশল পেরেরাকে হারানোর পর ঘুরে দাড়িয়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল মেন্ডিস ও নিসাংকা মিলে দলকে এগিয়ে নিচ্ছেন। দুজনের জুটি ইতিমধ্যে ৫০ রান পার হয়েছে। ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৫৯ রান।

মুশফিকের উড়ন্ত ক্যাচ, প্রথম উইকেট হারালো শ্রীলঙ্কা

প্রথম ওভারেই উইকেটের দেখা পেলো বাংলাদেশ। শরিফুলের করা ওভারের শেষ বলে বাঁ দিকে ঝাপিয়ে পড়ে লঙ্কান ব্যাটার কুশল পেরেরার ক্যাচ তালুবন্দি করেন মুশফিকুর রহিম।

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

চলতি বিশ্বকাপে নিজেদের নবম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। এই ম্যাচে মোস্তাফিজের জায়গায় তানজিম হাসান সাকিবকে একাদশে ফিরিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। আজই বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে এই ডানহাতি পেসারের।

শ্রীলঙ্কা দলেও আছে দুটি পরিবর্তন। দুশান হেমন্ত ও দিমুথ করুনারত্নের জায়গায় খেলছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা।

বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ- পাতুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিতা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।