ইতিহাসের দ্বিতীয় দীর্ঘ মেয়াদী সম্রাজ্ঞী বলা হচ্ছে রানি দ্বিতীয় এলিজাবেথকে। বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে তার জীবনাবসান হয়। এর মধ্যে ৭০ বছর তিনি রাজত্বই করেছেন।
তবে জানা যায়, রাজকার্য পরিচালনার পাশাপাশি এলিজাবেথের নানা দিকে আগ্রহ ছিল। যার মধ্যে অন্যতম হল সিনেমা। রাজ পরিবারের উপর তৈরি কিছু সিনেমা ও সিরিজেও ভাগ নিয়েছিলেন। এমনকি ভারত ভ্রমণের সময় দক্ষিণী তারকা কমল হাসানের সেটেও এসেছিলেন।
১৯৯৭ সালে ‘মরুধানায়গম’ নামের একটি সিনেমা বানাচ্ছিলেন কমল হাসান। যা তৈরি হয়েছিল স্বাধীনতা যুদ্ধের বিপ্লবী মরুধানায়গমকে নিয়ে। ১৯৯৭ সালের ১৬ অক্টোবর এমজিআর ফিল্ম সিটিতে এই সিনেমার প্রিমিয়ার ছিল। আর তাতে মুখ্য অতিথি হিসেবে হাজির ছিলেন রানি। আর সেখানেই সিনেমার সেটে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন তিনি।
ইংল্যান্ডের রানি সেটে আসার আগেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কমল হাসানের তৎকালীন স্ত্রী সারিকা রানিকে সাদরে অভ্যর্থনা জানান তিলক পরিয়ে, আরতি করে ও গলায় মালা দিয়ে। শোনা যায়, প্রায় ২০ মিনিট সেটে ছিলেন তিনি। এমনকি সেই সিনেমার একটা যুদ্ধের দৃশ্যেও দেখা মিলেছিল দ্বিতীয় এলিজাবেথের। তখনকার সময়েই ১.৫ কোটি টাকা খরচ করা হয়েছিল ওই যুদ্ধের দৃশ্যের পিছনে।
সিনেমার সেই প্রিমিয়ারে রানির সঙ্গে হাজির ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুনানিধি, এস জয়পাল রেড্ডির মতো রাজনীতিবীদরা। আর সেখানে এক ভাষণে করুণানিধি নিজের বক্তব্যে বলেন কীভাবে ব্রিটিশরা ঝুলিয়ে মেরেছিল মরুধানায়গমকে। তবে সেই সময় অনেক বিতর্ক হয়েছিল তা নিয়ে। প্রশ্ন উঠেছিল, কেন ব্রিটিশদের অত্যাচারদের দেখানো হয়েছে যে ছবি নিয়ে তার শ্যুটে বা প্রিমিয়ারে আমন্ত্রণ পেলেন সে দেশেরই রানি।
শোনা যায়, ছবির বাজেট ছিল ২০০ মিলিয়ান ডলার। টাকার সমস্যার কারণে এই ছবির কাজ মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছিল কমল হাসানকে। কিন্তু রানির মৃত্যুর পর চর্চা দ্বিতীয় এলিজাবেথের সেই ফুটেজ দেখার সুযোগই পেল না সাধারণ দর্শকরা।