ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মারা গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু।

বিনোদন ডেস্ক।
নভেম্বর ২, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, ‘আমরা খবরটা শুনেছি। দুপুরের পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়েছিল।

নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে মারা গেছেন, সেটা এখনই বলা যাচ্ছে না। হাসপাতালে আমাদের সংগঠনের অভিনেত্রী উর্মিলা কর যাচ্ছেন। তিনি যাওয়ার পর বিস্তারিত বলতে পারব।

তবে তিনি জানান, হিমুকে যে ব্যক্তি হাসপাতালে নিয়ে এসেছিলেন তিনি পালিয়ে গেছেন। তাঁকে খোঁজা হচ্ছে।এদিকে উর্মিলা কর জানান, তিনি অল্প সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছবেন। তিনি জানান, ঘণ্টাখানেক আগে হিমুকে হাসপাতালে নেওয়া হয়।

ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।উত্তরার একটি বাসায় একাই থাকতেন এই অভিনেত্রী। বেশ কয়েক বছর ধরে ছোট পর্দায় অভিনয় করতেন হিমু। বিটিভিসহ বিভিন্ন প্যাকেজ নাটকে দেখা যেত তাঁকে। তিনি অভিনয়শিল্পী সংঘেরও সদস্য ছিলেন। -কালের কন্ঠ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।