ঢাকাবৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: আহত যুবদল নেতা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২২ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুরে সমাবেশ চলাকালে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন যুবদল কর্মী মারা গেছেন।

>বুধবারের সংঘর্ষে দুই বিএনপি কর্মী গুরুতর আহত হলে তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মারা যান ওই যুবদল কর্মী।

নিহত ওই যুবদল কর্মীর নাম শাওন (২৬)। মীর সরাফত আলী সপু ও স্বেচ্ছাসেবক দলের সাবেক অর্থ সম্পাদক মেহের কায়ছার শাওনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মুন্সীগঞ্জে সংঘর্ষে আহত যুবদল নেতা শাওন মারা গেছেন

বুধবার দুপুরের দিকে সংঘর্ষ চলাকালে পুলিশ মুহুর্মুহু শটগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পাল্টা  ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। বিশাল এ সংঘর্ষ প্রায় ঘণ্টাব্যাপী চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশকে ধাওয়া করলে, পুলিশ ধলেশ্বরী নদীর পাড়ে গিয়ে এবং নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে   আত্মরক্ষা করে।

সংঘর্ষে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সদর সার্কেল মিনহাজ উল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামানসহ কমপক্ষে ২৫ জন পুলিশ আহত হয়। তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।