কারাগার থেকে প্যারোলে মুক্তি মিললেও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে তার মৃত মায়ের জানাজায় অংশ নেওয়া ও শেষ দেখার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৩ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের গোপালপুরের গুলিপেচা সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাঠে পিন্টুর মা মোছা. সালমা বেগমের জানাযা শেষে বিএনপি নেতা পিন্টু ছোট ভাই যুবদল
সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এই অভিযোগ করেন।
জানাযা শেষে গুলিপেচা পারিবারিক কবরস্থানে সালমা বেগমকে দাফন করা হয়।
এর আগে শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবদুস সালাম পিন্টুকে মায়ের দাফনে আসতে না দেওয়ার বিষয়ে সরকারকে দায়ী করে যুবদলের সভাপতি টুকু বলেন, যারা করছেন যা করছেন তারা থেমে যান অনেক করেছেন।
এলাকার একজন জনপ্রতিনিধি ছিলেন আমার ভাই পিন্টু। সকলেই তাকে চিনেন ভালো মানুষ হিসেবে।
আমার ভাইকে তার মায়ের মরা মুখটাও যারা দেখতে দিল না তারা মানুষ নয়।
তারা কতটা নিষ্ঠুর। ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে গেছে। এর বিচার আল্লাহ করবেন একদিন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান আজাদ মসজিদে সালমা খাতুনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, শরিফুল আলম, ওবায়দুর রহমান চন্দন,
আশরাফ উদ্দিন নিজাম, যুবদলের সিনিযর সহসভাপতি মামুন হাসান,
কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সালমা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।