ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গিয়াস উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। গত ১৭ আগস্ট ভারতের ওই হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। পরে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গিয়াস উদ্দিন আহমেদ ১৯৫৪ সালের ৯ মে গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাতলাসি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।

গিয়াস উদ্দিন আহমেদ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

প্রয়াত এই সংসদ সদস্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সেনাবাহিনীতে যোগ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।