ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

যেকোনো সময় আমাকেও তুলে নিতে পারে : আফরোজা আব্বাস

অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে ককটেল নিক্ষেপের পর এক সংবাদ সম্মেলনে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন, ‘সত্যি কথা বললে যেকোনো সময় আমাকেও তুলে নিয়ে যেতে পারে। সত্যি কথা বললে এমনই হয়। আমাদের ছেলেদের জেলে আটকে রেখেছে। সত্যি কথা বলতে গিয়ে যদি জেলে যেতে হয়, তাহলেও ভয় নেই।’

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর শাহজাহানপুরের বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

আফরোজা আব্বাস বলেন, এদেশের মালিকানা এখন জনগণের হাতে নেই। একটা গোষ্ঠী দেশের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। এ অবস্থায় আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে। নিজেদের ভোট যেন নিজেরা দিতে পারি সে অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

আফরোজা আব্বাস আরও বলেন, ‘আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাই না। আমাদের দলের ছেলেদের পুলিশ তো ধরে নিয়ে যাচ্ছেই। এর আগে তাদের ছাত্রলীগ মেরে, কুপিয়ে আহত করছে।’

আজকের হামলা সরকারি দলের লোকেরা করেছে দাবি করে আফরোজা আব্বাস বলেন, এদের তো কোনো বিচার হবে না। এরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে। এরা লেখাপড়া করে না। এদের কাজ হলো সন্ত্রাস করে মানুষকে ভয় দেখানো, মানুষের জীবন নিয়ে খেলা। আমরা এটা থেকে বের হয়ে আসতে চাই।’

আফরোজা আব্বাস বলেন, ‘আমি জানি, পুলিশ এ ঘটনার জন্য আমাদের ছেলেদেরই দোষ দেবে। কিন্তু তারা কখনও এ কাজ করেনি। আমার দারোয়ান নিজে দেখেছে কালো পোশাক ও হেলমেট পরে দুজন হামলা করেছে। তারা একই মোটরসাইকেলে ছিল। বাসার বাইরে পুলিশের তিন থেকে চারটি মোটরসাইকেল ছিল। হামলাকারীদের ধরার জন্য দারোয়ান পুলিশকে বলল, পুলিশ তাদের না ধরে পালিয়ে যেতে সহায়তা করল।’

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আরও বলেন, ‘আমাদেরকে থামানোর জন্য এখন বোমা হামলা শুরু করেছে। হয়তো আজকে কারও গায়ে লাগেনি। তারা এ ঘটনা আবার ঘটাবে। তখন কারও গায়ে বোমা পড়তে পারে। বোমা হামলায় কেউ মারাও যেতে পারে। আমি এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।