ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা যদি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্বে থাকেন তাহলে পুরো অঞ্চলের জন্য মঙ্গল হবে: মোমেন।

অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্বে থাকেন তাহলে পুরো অঞ্চলের সব দেশের জন্য মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, ‘শান্তি ও স্থিতিশীলতা সবথেকে জরুরি এবং শেখ হাসিনা হচ্ছেন শান্তি ও স্থিতিশীলতা একটা প্রতিভূ, একটা প্রতীক।’

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এসব কথা বলেন তিনি।

মোমেন বলেন, ‘তাকে (শেখ হাসিনা) যদি রাখা যায়, তাহলে সারা অঞ্চলে, সব দেশে; আমাদের দেশে যেমন তেমনি ভারত, নেপাল, ভুটান প্রত্যেকটা দেশের জন্য এটা মঙ্গল হবে।’

জোহানসবার্গে ব্রিকস সম্মেলনের বিভিন্ন বিষয় তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে। এখনও সময় চূড়ান্ত হয়নি। হেড অফ গভর্নমেন্টের সাক্ষাতের সিদ্ধান্ত শেষ মিনিটে দেয়। আলোচনায় গুরুত্ব পাবে ঋণের ছাড় এবং সুদের হার কমানোর বিষয়।

চীনের সঙ্গে আলোচনার বিভিন্ন বিষয় নিয়ে তিনি বলেন, চীন আমাদের উন্নয়ন সহযোগী। আমরা অনেকগুলো প্রজেক্ট সই করেছি, চুক্তিপত্রে সই করেছি, প্রায় ২৩ বিলিয়ন ডলারের সই। আট বছরে চার বিলিয়ন এ পর্যন্ত পেয়েছি, সেগুলো যেন ত্বরান্বিত হয়; সেটা আলোচনা হতে পারে। এগুলো একটা গুরুত্বপূর্ণ ইস্যু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।