ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকের অর্থ আত্মসাৎকারী নোবেল জয়ীর বাংলাদেশে প্রয়োজন নেই: কাদের।

অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শ্রমিকের অর্থ আত্মসাৎকারী নোবেল জয়ীর বাংলাদেশে প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে সচিবালয় কর্মকর্তা-কর্মচারি ঐক্য পরিষদের শোক দিবসের আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নোবেল পেলেই কোনো অপরাধ করে অব্যাহতি পেয়ে যাবেন, এটা কোন দেশের আইনে আছে?
শ্রমিকের অর্থ আত্মসাৎ করেন যিনি, তার মতো নোবেলজয়ী শ্রেষ্ঠ সন্তানের আমাদের প্রয়োজন নেই।’

ড. ইউনুসের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়ায় উদ্বেগ জানিয়ে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন ১৭৫ জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব।
এতে বলা হয়, ‘আমরা উদ্বিগ্ন এই কারণে যে, আমাদের মনে হচ্ছে তাকে (ড. ইউনুস) লক্ষ্যবস্তু করা হয়েছে।
এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস।’

ইউনূসের মামলায় বিবৃতি দাতাদের আইনজীবী পাঠানোর
আহ্বান প্রধানমন্ত্রীর ইউনূসের মামলায় বিবৃতি দাতাদের
আইনজীবী পাঠানোর আহ্বান প্রধানমন্ত্রীর
এরপর গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এক
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতিদাতাদের বাংলাদেশে এসে মামলার কার্যক্রম পর্যবেক্ষণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিবৃতি না দিয়ে এক্সপার্ট, আইনজীবী পাঠাক। তারা (বিবৃতিদাতা) ঘেটে দেখুক এখানে কোনো অন্যায় আছে কিনা।
বা অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে কিনা।
মামলা তো আমরা দেইনি। যারা বিবৃতি দিয়েছে তাদের দেশে যদি কেউ ট্যাক্স ফাঁকি দেয় তাহলে কি তাদের কোলে নিয়ে নাচে?
একজনের জন্য এত বিবৃতি না দিয়ে এক্সপার্ট পাঠিয়ে দলিল দেখুক।’

ওবায়দুল কাদের অভিযোগ করেন, আন্দোলনে ব্যর্থ হয়ে ডক্টর ইউনূসকে নিয়ে ১/১১ ফিরিয়ে আনার দুঃস্বপ্ন দেখছে বিএনপি।
তিনি বলেন, ‘বিএনপি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। ষড়যন্ত্র করে দেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চান বিএনপির নেতারা।’

একুশে আগস্টের গ্রেনেড হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সেদিন যারা আলামত নষ্ট করে জজ মিয়া নাটক সাজিয়েছিল, তারাই এখন বড় কথা বলে।
তার অভিযোগ, স্বাধীনতার চেতনাবিরোধী শক্তিগুলোকে সহাবস্থানে নিয়ে এসেছে বিএনপি।
নির্বাচন সুষ্ঠু হবে না-এমন অভিযোগ তুলে, ভোটের পরিবেশ ভণ্ডুল করতে চায় দলটি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।