ঢাকাশুক্রবার , ৩ জুন ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সরকার ছাত্রলীগ, যুবলীগককে দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় থাকতে চায়। নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২২ ৩:০০ পূর্বাহ্ণ
Link Copied!

গণ অধিকার পরিষদের সদস্য সচিব ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকারের পায়ের নিচের মাটি সরে যাওয়ায় ছাত্রলীগ, যুবলীগককে দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় থাকতে চায়। বিরোধী ও ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা চালাতে ছাত্রলীগ, যুবলীগকে লেলিয়ে দিয়েছে এ সরকার।
সিলেটের কানাইঘাটে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে গতকাল এক প্রতিবাদ মিছিলে তিনি এ কথা বলেন।
মিছিলটি গণঅধিকার পরিষদের ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে শুরু হয়ে পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সামনে দিয়ে কাকরাইল মোড় ঘুরে বিজয়নগর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নুরুল হক নুর বলেন, ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি লুটপাটে ব্যস্ত সেখানে আমাদের নেতাকর্মীরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক কাজ করছে।
তিনি বলেন, পৃথিবীর কোন স্বৈরাশাসকই স্থায়ী হয়নি, এরাও পতনের দ্বারপ্রান্তে এসে গেছে। সরকার পরিবর্তন হলে দেশে থাকতে হবে, রাজনীতি করতে হবে, সময় থাকতে ভালো হয়ে যান, সহিংস পথ থেকে সহনশীলতার পথে আসেন।
সিলেটের কানাইঘাটে গত বুধবার ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনায় আব্দুল্লাহ আল মামুন সুজন, সামাদ আজাদ, সৈয়দ আলবাব, সাব্বির, তোফায়েল, রাহাতসহ ১৫ থেকে ১৬ নেতাকর্মী আহত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।