ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সাভারের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট, শতাধিক জামায়াত-বিএনপি সমর্থিত নেতাকর্মী আটক।

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশে ঘিরে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্টে ব্যাপক তল্লাশি কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

তল্লাশির পর অনুমতি সাপেক্ষে যানবাহনগুলোকে রাজধানীতে প্রবেশ করতে দেয়া হচ্ছে।

এ সময়ে জামায়াত-বিএনপি সমর্থিত শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর প্রবেশমুখ আমিনবাজার এলাকায় ২০ শয্যা হাসপাতালের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পুলিশকে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের ব্যাগ তল্লাশিসহ তাদের পরিচয়পত্র দেখছেন পুলিশ সদস্যরা।
এসময় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছে।
তল্লাশি শেষে পরিবহনগুলোকে রাজধানীতে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।
এদিকে সকাল থেকে সাভারে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
অনেককেই দীর্ঘক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। হঠাৎ একটা বাসের দেখা মিললে সেটাতে উঠতে হুমড়ি খেয়ে পড়েছেন অনেকে।
মহাখালীর শিশু হাসপাতালে যাওয়ার উদ্দেশে সকালে আশুলিয়ার নবীনগরে সপরিবারে বাসের জন্য অপেক্ষা করছেন মো. হাবিব ও তার স্ত্রীসহ শিশু সন্তানরা। দীর্ঘ সময় অপেক্ষার পরও বাস না পেয়ে বিপাকে পড়েছেন। 

হাবিব বলেন, ‘ভোর ৬টায় নবীনগরে আসছি। ছোট ছেলের ঠান্ডাজনিত সমস্যার কারণে মহাখালী শিশু হাসপাতালে যাওয়ার কথা ছিলো। এখনো বাসের দেখা পাইনি।’

এক ঘণ্টার বেশি সময় ধরে বসে আছি বাস আসে না। হঠাৎ কোন বাস আসলে সেটাতে মানুষ ঠেলাঠেলি করে উঠছে। এমন অবস্থায় ছোট বাচ্চা আর স্ত্রীকে নিয়ে আমি কীভাবে উঠব।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফী বলেন, রাজধানীতে আজ কাছাকাছি দুই দলের সমাবেশে থাকায় সারাদেশ থেকে কর্মীরা আসছেন। তাদের মধ্যে অনেকে বিভিন্ন মামলার আসামি রয়েছে। কর্মীদের অনেকের গ্রেফতারি পরোয়ানা ও মাদক মামলার রয়েছে। ইতোপূর্বে চেকপোস্ট থেকে ১০ মামলার আসামিকেও মাদকসহ আটক করা হয়েছে। তল্লাশি কার্যক্রম নিয়মিত থাকবে। সাভারের আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়াতে আমাদের চেকপোস্ট কার্যক্রম চলছে।

তিনি জানান, বিএনপি-জামায়াতের অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন অনেককে আমরা হেফাজতে নিয়েছি। সংখ্যাটা এখনই বলা সম্ভব না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।