ঢাকাসোমবার , ৩ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হেফাজতে ইসলাম নিষিদ্ধের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘আহলে সুন্নাত’র স্মারক‌লি‌পি প্রদান।

নিজস্ব প্রতিবেদক
মে ৩, ২০২১ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

হেফাজতে ইসলামকে ‘উগ্র জঙ্গি গোষ্ঠী’ আখ্যায়িত করে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছিল ধর্মীয় সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআত। সেই দাবির স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দিয়েছে সংগঠনটি। রবিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে ধানমন্ডিতে মন্ত্রীর বাসায় গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন সংগঠনটির নেতারা।

গত ২৪ এপ্রিল হেফাজতকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাআত। এর দুদিন পরেই ২৬ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে একই দাবি করেন আহলে সুন্নাতের নেতারা। সংগঠনটির বলছে, হেফাজতে ইসলাম হচ্ছে জামায়াতের এপিঠ-ওপিঠ।

হেফাজতে ইসলামের বিরুদ্ধে জঙ্গিবাদ ও ধর্মবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ এনে আহলে সুন্নাত ওয়াল জামাআত বলছে, কওমি মাদ্রাসাকে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আনতে হবে।

রবিবার রাতে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আ ন ম মাসউদ হোসাইন আলকাদেরীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন নঈমী বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। আমাদের কথা মন্ত্রীকে জানিয়েছি। দাবির বিষয়গুলো স্মারকলিপি দিয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।