জাতীয় শোক দিবসের আলোচনায় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালকে আবারও নির্বাচিত করার আহ্বান জানানো সেই পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
তাকে কুমিল্লা জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন অর্থমন্ত্রীর জন্য ভোট চেয়ে বক্তব্য দেন।
তার ভোট চাওয়ার একটি ভিডিও ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন পুলিশের এই কর্মকর্তা।
গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নানের সই করা চিঠিতে ফারুক হোসেনকে ক্লোজ করে কুমিল্লা পুলিশ লাইনওআর নেয়া হয়।
তার জায়গায় আনা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরীকে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে দেখা যায়, ওসি ফারুক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যে বলছিলেন, নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে, গণমানুষের মত করে উনাকে (অর্থমন্ত্রী) আবার নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি।
‘বিকজ (কারণ) আসলে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এত বেশি নাঙ্গলকোটে উন্নয়ন করেছেন! আমি যদি পূর্বের ইতিহাস শুনি, নাঙ্গলকোটের অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না। বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, আপনাদের মন জয় করলেন এবং আপনাদের উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন। আপনাদের জন্যই সব করেছেন।’
আরও পড়ুন: শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, কড়া বার্তা ভারতের
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য। এই আসনটি কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত।
মুস্তফা কামাল ২০০৮ সালের ২৯ ডিসেম্বর থেকে এই আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে পরিকল্পনামন্ত্রী এবং ২০১৮ সালে অর্থমন্ত্রী হন।
মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের মঞ্চে ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।