ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আমার ক্যাম্পাসটাকে রেহাই দাও প্লিজ!

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৪, ২০২০ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অমি রহমান পিয়াল

প্রিয় নওফেল,
তোমার বর্তমান পদের কারণে আমার হয়তো মাননীয় যোগ করা উচিত ছিলো, আপনি বলা উচিত ছিলো কিংবা হয়তো সম্মাণসূচক ব্যারিস্টার যোগ করা উচিত ছিলো। সেগুলোর কিছুই করলাম না। বরং টাইম মেশিনে চড়ে ফিরে যাচ্ছি আজ থেকে দশ বছর আগের কোনো এক দিনে, তোমার গাড়িতে লিফট নিচ্ছিলাম। বড় ভাই হিসেবে আপনি বলতে নিষেধ করেছিলে। সেদিন তুমি আমার ব্লগিংয়ের একজন মুগ্ধ পাঠক হিসেবে তোমার ভালোলাগা জানান দিয়েছিলে, আর আমি তোমার রাজনৈতিক সচেতনতা ও প্রজ্ঞায়। সেদিন বলেছিলাম তোমার রাজনীতিতে আসা উচিত। আজ ফিরে গেলাম সেই দিনটাতে। শুধু বাড়তি একটা বাক্য নিয়ে- আমার ক্যাম্পাসটাকে রেহাই দাও প্লিজ!
খুলে বলছি। শত প্রতিকূলতা জয় করে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে বাংলাদেশ ছাত্রলীগ পাকাপাকি আসন নিলো, সেই সময়টায় তার গর্বিত কর্মীদের একজন আমি। সেইসময় চট্টগ্রামে ছাত্রলীগের চারটি ধারা। কমার্স কলেজ, এমইএস কলেজ, সিটি কলেজ এবং ইসলামিয়া কলেজের প্রভাবের দ্বন্দ্বে ছিন্ন বিচ্ছিন্ন ছিলো ছাত্রলীগ। আমরা এর একটিকে বেছে নিয়েছিলাম এবং সেদিকেই অনুগত ছিলাম এই সেদিনও। তোমার বাবা প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরী কখনও চেষ্টা করেননি চমেক ছাত্রলীগে নাক গলাতে। কারণ চমেক ছাত্রলীগ তাকে কখনও অসম্মাণ করেনি। বরং সম্মাণের আসনেই বসিয়েছে বরাবর।
হঠাৎ করেই শুনি চমেক ছাত্রলীগের একাংশ তোমার প্রতি আনুগত্য জানিয়ে ক্যাম্পাসে নতুন করে সংঘাতের সৃষ্টি করেছে। সেখানে যদি শুধু ছাত্রলীগের ছেলেরা থাকতো কোনো সমস্যা ছিলো না। কিন্তু বিতাড়িত জামাত শিবির এবং তাদের দোসররাও সুযোগটা নিয়েছে। ছাত্রলীগের সাইনবোর্ডে তারা ক্যাম্পাসে ঢুকে পড়েছে। নানা সন্ত্রাসী কাজ করছে, ছেলেদের মারধোর করছে, মিথ্যা মামলায় জেলে পাঠাচ্ছে। আর এর পুরাটা হচ্ছে তোমার নামে। এরা পুলিশ প্রটেকশন পাচ্ছে, এরা প্রশাসনিক প্রটেকশন পাচ্ছে কারণ এরা দাবি করছে তুমি তাদের পাশে আছো।
ব্যাপারটা যতো না ন্যাক্কারজনক তারও বেশী বেদনার। চমেকে ছাত্রলীগ উৎখাত করে সেখানে শিবিরকে পুনঃপ্রতিষ্ঠায় সাহায্য করছে মহিউদ্দিন ভাইর ছেলে! এটা শুনতে, বুঝতে, মানতে কষ্ট হয়। তোমার রাজনৈতিক অভিলাষে চমেকের আসলে কোনো প্রয়োজন নেই। গোটা চট্টগ্রাম পড়ে আছে। আশির দশকে ছাত্রলীগের শেষ দূর্গ ছিলো চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম কলেজের শিবিরের নাসিরের বিরুদ্ধে সমানে লড়ে গেছি আমরা, একটা গুলির বিনিময়ে দশটা গুলি ছুড়ে। চমেক সেই দুঃসময় থেকে বেরিয়ে এসেছে অনেক আগে। এখন এটি ফুল বাগান। সেখানে সাপ ঢুকিও না। বাগানটা নষ্ট করো না। তোমার কোনো লাভ হবে না কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের অনেক বড় ক্ষতি হয়ে যাবে…

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।