‘গণতন্ত্রের জন্য ট্রাম্প হুমকি’-বিরোধীদের করা এ অভিযোগকে সরাসরি প্রত্যাখান করেছেন সাবেক অ্যামেরিকান প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, নিউ ইয়র্ক ইয়াং রিপাবলিকান ক্লাব আয়োজিত এক প্রচারণা অনুষ্ঠানে শনিবার ট্রাম্প তার বিরুদ্ধে তোলা অভিযোগকে ডেমোক্র্যাটদের বানানো মিথ্যা ও ভূয়া বলে অভিহিত করেন।
ট্রাম্প তার সমর্থকদের ইঙ্গিত করে বলেন, ‘আমার বিরুদ্ধে তোলা অভিযোগ কি আপনারা বিশ্বাস করেন? রিপাবলিকানরা মানুষকে বিভ্রান্ত করতে নতুন নতুন চমকপ্রদ ইস্যু বানায়, যেমন- রাশিয়া, ইউক্রেইন, মুলার।
‘তারা এখন আমার বিরুদ্ধেও ভুল তথ্য দিয়ে ইস্যু বানাচ্ছে। আমি নই; বরং, অ্যামেরিকান গণতন্ত্রের জন্য প্রকৃত হুমকি জো বাইডেন। আমি গণতন্ত্রকে রক্ষা করব।’
২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে ফল পাল্টে ফেলার চেষ্টা করায় ট্রাম্পকে ফেডারেল ও স্টেইটে আদালতে অভিযোগের মুখোমুখি হতে হয়েছে। এর প্রেক্ষিতেই ট্রাম্প বিরোধীরা তাকে গণতন্ত্রের জন্য হুমকি ও ‘একনায়ক’ আখ্যা দেয়।
বিরোধীদের এসব রাজনৈতিক মন্তব্য আরও শক্ত ভিত্তি পায় যখন গত সপ্তাহে ট্রাম্প এক অনুষ্ঠানে বলেন, ‘প্রথম দিন ছাড়া আমি একনায়ক হব না।’ তবে এর পরপরই ট্রাম্প তার মন্তব্যটি মজার ছলে করা বলে জানান।
এ বিষয়টিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘আমি অবৈধভাবে যারা অ্যামেরিকায় ঢুকছে তাদের আটকাতে সীমান্তে দেয়াল তৈরি এবং তেল উৎপাদনে ড্রিল করার জন্য একনায়ক হতে চাই।’
তার উক্তি ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা করে প্রচার করা হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।
আগামী নির্বাচনে ট্রাম্প যাতে অংশ নিতে না পারে সেজন্য ইতোমধ্যে এক ডজনেরও বেশি স্টেইটে ফেডারেল কোর্টে পিটিশন করা হয়েছে।
অ্যামেরিকান সংবিধানে ১৪তম সংশোধনীর মাধ্যমে যারা অফিসের দায়িত্বে থেকেও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে তাদের ‘বিদ্রোহী’ হিসেবে চিহ্নিত করা হবে- ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের এ দুটি কাজকে বক্তব্যে ট্রাম্প গণতন্ত্র হত্যার মতো ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেন।
এর আগে, আবার ক্ষমতায় আসলে বিরোধীদের দমন ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প।
আগামী নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ট্রাম্পকে অ্যামেরিকায় চলমান গণতন্ত্রের পথে বড় বাধা হিসেবে উল্লেখ করে বক্তব্য দেন।
রিপাবলিকান সদস্য লিজ চেনি ট্রাম্পকে দেয়া বিরোধীদের একনায়ক বা স্বৈরাচার তকমাটিকে মজার ছলে বা হালকাভাবে না নিয়ে গুরুত্বের সঙ্গে দেখার জন্য সম্প্রতি সিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ভোটারদের আহ্বান জানান। রিপাবলিকান এ সদস্য ট্রাম্পের নির্বাচনী ফলাফল উল্টে দেয়ার চেষ্টা সংক্রান্ত তদন্ত কমিটির অন্যতম প্রধান ছিলেন।
সিএনএনকে দেয়া রোববারের আরেকটি সাক্ষাৎকারে ঠিক একই সুরে কথা বলেছেন অ্যামেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোর। তিনি বলেন, ‘যে লোক প্রথম দিন থেকেই একনায়ক হওয়ার ঘোষণা দেয় তাকে লোকে বিশ্বাস করে ভোট দিলে আমি সত্যিই অবাক হব।’
অ্যামেরিকার জন্য ডেমোক্র্যাটরা বিন্দুমাত্র চিন্তা করে না এবং তারা ‘অসুস্থ’ উল্লেখ করে শনিবারের বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমার বিরুদ্ধে ভুয়া ও অসত্য প্রচারণা করে ডেমোক্র্যাটরা নিজেদের বর্তমান মুদ্রাস্ফিতি ও হতাশাজনক অর্থনৈতিক সঙ্কট থেকে বাঁচতে চাইছে।