ঢাকারবিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

“আমেরিকার পক্ষ থেকে বেইজিংয়ের দিকে আঙুল তোলা বন্ধ করা উচিত”- চীন।

আন্তর্জা‌তিক ডেস্ক।
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসের মহামারীর উৎপত্তিস্থলের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বশেষ যে রিপোর্ট দিয়েছে তা নিয়ে আমেরিকার উদ্বেগের সমালোচনা করে চীন বলেছে, এ বিষয়ে আমেরিকার পক্ষ থেকে বেইজিংয়ের দিকে আঙুল তোলা বন্ধ করা উচিত। চীনে এক মাসব্যাপী সরেজমিন তদন্ত করার পর সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের রিপোর্ট প্রকাশ করেছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভিন বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তদন্ত রিপোর্ট দিয়েছে আমেরিকা তাতে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি এ ব্যাপারে চীনের কাছ থেকে আরো তথ্য দাবি করেন।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল চীনের উহান শহর থেকে তদন্ত শেষে ফিরেছে তবে তারা করোনাভাইরাসের উৎপত্তির ব্যাপারে কোনো বার্তা দিতে পারে নি।

গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল চার সপ্তাহের তদন্ত শেষে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে যে, চীনের উহানের একটি গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে বলে যে দাবি করা হচ্ছে তার সম্ভাবনা একেবারেই কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ব্যাপারে নতুন করে আর কোনো তদন্তের কথাও বলে নি।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।