আলোচিত রিফাত হত্যায় মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এছাড়া ৪ জনকে খালাশ দেয়া হয়েছে এই মামলা থেকে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামানের আদালতে এই রায় দেয়া হয়।
এর আগে প্রাপ্তবয়স্ক ১০ আসামির ৮ জনকে আদালতে হাজির করা হয় তবে এখনও পলাতক আসামি মুসা বন্ড। বাকি আসামি রিফাত ফরাজী, রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, টিকটক হৃদয়, হাসান বন্ড, রাফিউল ইসলাম রাব্বি, সাগর ও কামরুল ইসলাম সায়মুনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।
এদিকে সকাল ৮টা ৫২মিনিটে বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে মোটরসাইকেল যোগে আদালতপাড়ায় প্রবেশ করে মামলার অন্যতম আসামি মিন্নি।
এদিকে রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ সকালেই গণমাধ্যমকে জানিয়েছেন রিফাত শরীফ হত্যা মামলার রায়ে সব আসামির যেন সর্বোচ্চ শাস্তি হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।