ঢাকাশুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আল-শিফা হাসপাতালের কাছে ইযরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

গাজার আল-শিফা হাসপাতালের কাছ থেকে এক ইযরায়েলি নারী জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইযরায়েলের সেনারা। হামাস ৭ অক্টোবর ৬৫ বছর বয়সী ওই নারীকে অপহরণ করে নিয়ে যায় বলে ইযরায়েলের সেনাবাহিনী বৃহস্পতিবার জানায়।

ইয়রায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইযরায়েলের কিবুৎজ বিয়েরির বাসিন্দা ইয়াহুদিত ওয়াইসের মরদেহ গাজা শহরে আল-শিফা হাসপাতালের কাছে খুঁজে পায় ইযরায়েলের সেনারা। এরপর তার মরদেহ ইযরায়েলে নিয়ে যাওয়া হয়।

কিভাবে বা কেন তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি ওই বিবৃতিতে। আইডিএফ বিবৃতিটিতে জানিয়েছে, সেনা সদস্য ও চিকিৎসাকর্মীরা তার মরদেহটি সনাক্ত করার পর তার পরিবারকে জানানো হয়েছে।

আইডিএফ ওই বিবৃতিতে বলে, ‘আইডিএফ তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। নিখোঁজদের খুঁজে বের করা ও অহহৃত ব্যক্তিদের বাড়ি ফিরিয়ে আনা এখন আমাদের জাতীয় দায়িত্ব।’

হামাসের ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলায় ২০০ এরও বেশি অপহৃত জিম্মির মধ্যে ওয়াইস একজন। ওইদিন হামাসের হামলায় ওয়াইসের স্বামী শ্মুল নিহত হন। আইডিএফ জানিয়েছে ওয়াইসের মরদেহ আল-শিফা হাসপাতালের কাছের একটি স্থাপনা থেকে উদ্ধার করা হয়।

আইডিএফ বুধবার আল-শিফা হাসপাতালে হামাসের বিরুদ্ধে একটি অভিযান শুরু করে। আইডিএফ এর দাবী হামাস হাসপাতালটিকে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ব্যবহার করছে।

আইডিএফ এর এই দাবি প্রত্যাখ্যান করেছে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ।

আইডিএফ তাদের বিবৃতিতে আরও বলে, ‘যে স্থাপনাটিতে ইয়াহুদিতের মরদেহ ছির সেখানে কালাশনিকভ রাইফেল ও আরপিজি সহ বিভিন্ন সামরিক সরঞ্জামও পাওয়া যায়।’

গাজা উপত্যকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের কিবুৎজ বিয়েরি এলাকাটিতে ৭ অক্টোবর হামাস ভয়ংকর ধ্বংসযজ্ঞ চালায়। শিশুসহ এলাকাটির ১২০ বাসিন্দাকে হত্যা করা সহ অনেককেই অপহরণ করে তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।