ঢাকাশুক্রবার , ২৯ জুলাই ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনের সেনাবাহিনী রুশ ভূখণ্ডে হামলা চালাতে দ্বিধা করবে না

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিরোধ যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী রুশ ভূখণ্ডে হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, আত্মরক্ষায় যেকোন পদক্ষেপ নিতে প্রস্তুত কিয়েভ।
দেশটির ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাশিয়ায় হামলা চালাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না কিয়েভ।

এদিকে, ইউক্রেনের খেরসন ও জাপোরোঝিয়ায় রণকৌশলে বিশাল পরিবর্তন এনেছে রাশিয়া। নতুন করে ব্যাপক সেনা মোতায়েন করা হচ্ছে এই দুই অঞ্চলে। রণনীতিতে পরিবর্তন এনেছে রাশিয়া। দখল করা খেরসন এবং আংশিক দখলকৃত জাপোরঝিয়ায় নতুন করে সেনা মোতায়েন করছে মস্কো। তবে, এবার সেনা মোতায়েনের সংখ্যা আগের তুলনায় কয়েকগুন বেশি। এদিকে, খেরসন শহর পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের মুহুর্মুহু শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠছে বন্দরনগরী মাইকোলাইভ। শহরের মেয়র বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়া ও নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন বুধবার রুশ বাহিনী বেশ কয়েকটি আবাসিক ও শিল্প এলাকায় বোমা হামলা চালিয়েছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের মধ্যেই ইউরোপে গ্যাস সরবরাহ আরো কমিয়েছে রাশিয়া। নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে বুধবার সক্ষমতার চেয়ে ২০ শতাংশ কম গ্যাস ইউরোপে সরবরাহ করা হয়েছে।

এবিষয়ে, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞায় কারিগরি জটিলতার প্রভাব পড়েছে ইউরোপে গ্যাস সরবরাহে। নর্ড স্ট্রিম ওয়ানের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ আবারো বাড়বে বলেও আশ্বস্ত করেন তিনি। তবে কারিগরি ত্রুটির কথা নাকচ করেছে জার্মানি। ইইউ বলছে, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মস্কো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।