ঢাকাবুধবার , ১৮ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে মার্কিন সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা।

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ইরাকে মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল-আসাদ লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়। ড্রোন দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয় বলে দুইজন মার্কিন কর্মকর্তা জানান। আজ বুধবার স্থানীয় সময় সকালে হামলা হয়। খবর রাইটার্স।

নাম প্রকাশ না করার শর্তে দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, আজ বুধবার সকালে দুটি ড্রোন মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করা হয়, কিন্তু ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার পূর্বেই ভূপাতিত করা হয়।

তবে কারা হামলা করতে পারে তা বলতে অস্বীকৃতি জানান দায়িত্বপ্রাপ্ত মার্কিন কর্মকর্তারা।
তবে ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলির কার্যকলাপের জন্য ওয়াশিংটন উচ্চ সতর্কতায় রয়েছে।

গত সপ্তাহে, ইরানের সাথে জোটবদ্ধ ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলি হুমকি দিয়েছিল যে ওয়াশিংটন যদি গাজায় হামাসের সাথে ইসরায়েলের বিরোধকে সমর্থন করার জন্য হস্তক্ষেপ করে তবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করবে।

পেন্টাগন মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে বিমান প্রতিরক্ষা এবং যুদ্ধাস্ত্র পাঠিয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেন, একমুখী হামলাকারী ড্রোনগুলিকে  আল আসাদ বিমান ঘাঁটিতে পড়ার আগেই আটকে দেয়া হয়। বর্তমানে ইরাকের আল আসাদ বিমান ঘাঁটিতে কয়েক হাজার আমেরিকান সৈন্য রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।