ঢাকাবৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইরান বিমান প্রতিরক্ষা প্রযুক্তিতে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে ছাড়িয়ে গেছে

আন্তর্জা‌তিক ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২২ ৩:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশ সামরিক সক্ষমতা ও নিখুঁত অস্ত্র তৈরিতে ব্যাপক উন্নতি করেছে। পাশাপাশি ইরান বিমান প্রতিরক্ষা প্রযুক্তিতে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে ছাড়িয়ে গেছে।

গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় জেনারেল সালামি ইরানের আধুনিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, তার দেশের ওপর অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও সর্বাধুনিক অস্ত্র তৈরিতে তার দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

জেনারেল সালামি বলেন, “সামরিক প্রযুক্তিতে আমরা এক নম্বরে রয়েছি এবং বিমান প্রতিরক্ষা খাতে আমরা কয়েকটি পরাশক্তিকে ছাড়িয়ে গেছি যে কারণে কোনো কোনো পরাশক্তি আমাদের কাছ থেকে অস্ত্র কিনছে এবং যৌথভাবে অস্ত্র উৎপাদন করতে চাইছে।”

জেনারেল সালামি আরো বলেন, এখন সর্বাধুনিক অস্ত্র তৈরি এবং বাইসাইকেল তৈরি ইরানের কাছে সমান। আমাদের অস্ত্র এখন ভ্রাম্যমাণ লক্ষ্যবস্তুকে শতভাগ নিশ্চয়তার সাথে আঘাত করতে পারে এবং আমাদের ড্রোন যেকোনো কৃত্রিম গোয়েন্দাকে টার্গেট করতে পারে।”

সামরিক ক্ষেত্রে এত শক্তি অর্জনের যুক্তি হিসেবে তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই শক্তির প্রয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।