ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের আরও সেনা আটক, নেয়া হয়েছে গাজায়

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ৯, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

চলমান সংঘর্ষের মধ্যেই ইসরাইলি সেনাবাহিনীর নতুন একটি দলকে আটক করেছে হামাস যোদ্ধারা। আটক সেনাদের এরইমধ্যে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার গভীর রাতে এক অডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড।

অডিও বার্তায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, আল-কাসাম যোদ্ধারা তাদের হামলায় সফল হয়েছে। শত্রু সেনাদের একটি নতুন দলকে বন্দি করে গাজা উপত্যকায় স্থানান্তর করা হয়েছে।

তবে ইসরাইলি সেনাদের ওই দলে কতজন সদস্য ছিলেন তা জানায়নি আল-কাসাম।

আবু উবাইদা জানান, আল-কাসাম যোদ্ধারা রোববার ইসরাইলের দখলকৃত অঞ্চলের দক্ষিণে অবস্থিত মাভকিইম এলাকায় পৌঁছাতে সক্ষম হয়েছিল। সেখানে ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় হামাস। এসময় ইসরাইলের বহু সেনা নিহত ও আহত হয়েছে।

ফিলিস্তিনি যোদ্ধারা এখনও গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে জানিয়ে মুখপাত্র বলেন, এসব এলাকার মধ্যে রয়েছে ওফাকিম, সেডেরট, ইয়াদ মোর্দেচাই, কেফার আজ্জা, বেইরি, ইয়াতিদ এবং কিসুফিম।

এদিকে শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, হামাস যোদ্ধারা ডজনের বেশি ইসরাইলিকে বন্দি করতে সক্ষম হয়নি।

তবে তেল আবিবের একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, প্রায় শতাধিক ইসরাইলিকে বন্দি করেছে হামাস।

এর আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ৭০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি বাহিনীর পাল্টা বিমান হামলায় নিহত হয়েছেন ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি। এসব হামলায় এরইমধ্যে আহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

শনিবার হামলার পরপরই ইসরাইলের গণমাধ্যমগুলো জানিয়েছিল, ৫০ জনেরও বেশি ইসরাইলিকে বন্দি করেছে হামাস। এ সংখ্যা কয়েকশ’ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বলেন, ধারণা করা হচ্ছে, এরইমধ্যে বন্দিদের অনেকেই মারা গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।