ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের ২ সামরিক ঘাঁটিতে হামাসের ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৩, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দখলদার ইসরাইলের দু’টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। সোমবার (২৩ অক্টোবর) দলটির সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড এক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এ তথ্য নিশ্চিত করেছে।

আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, ইসরাইলের হাতজারিম ঘাঁটিতে অবস্থিত বিমান বাহিনীকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে হামাস। একইসাথে তসলিম সামরিক ঘাঁটিতে অবস্থিত সেনাবাহিনীর সিনাই বিভাগের সদর দফতরেও তারা হামলা চালায়।

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর রেডিও গাজা উপত্যকার সীমান্তবর্তী নির ওজ ও এইন হাবেসোর দক্ষিণে একটি সন্দেহভাজন ড্রোন অনুপ্রবেশের সতর্কতা নিশ্চিত করেছে। রেডিওতে বলা হয়েছে, গাজা সিটি থেকে আক্রমণের মধ্যে সাইরেন শোনা গিয়েছিল।

অপরদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লার নিকটবর্তী জালাজোন শরণার্থী শিবিরে সোমবার রাতে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় শতাধিক ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, পশ্চিমতীরে এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর হাতে ১২ শতাধিক ফিলিস্তিনি গ্রেফতার হয়েছে। আর চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে এ পর্যন্ত এক হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছে। ফিলিস্তিন নিহত হয়েছে সাড়ে চার হাজারের অধিক।

সূত্র : আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।