ঢাকামঙ্গলবার , ১৮ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাই‌লি সেনাবা‌হিনী যুদ্ধাপরাধীদের দ্বারা পরিচালিত সন্ত্রাসী সংগঠন: ইসরাইলি সাবেক পাইলট।

নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

ইসরাইলি বিমান বাহিনীর সাবেক পাইলট, যোনাতান শাপিরা ইসরাইলি সরকার ও সেনাবাহিনীকে যুদ্ধাপরাধীদের দ্বারা পরিচালিত সন্ত্রাসী সংগঠন বলে বর্ণনা করেছেন।

২০০৩ সালে ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদার সময় ইসরাইলি সেনাবাহিনী থেকে পদত্যাগকারী ক্যাপ্টেন শাপিরা আনাদোলু নিউজ এজেন্সির সাথে একান্ত সাক্ষাতকারে ব্যাখ্যা করেছিলেন যে, তিনি সেনাবাহিনীতে যোগদানের পরে কিভাবে বুঝতে পেরেছিলেন যে তিনি ‘সন্ত্রাসী সংগঠনের অংশ’।

তিনি বলেন, ‘আমি দ্বিতীয় ইন্তিফাদার সময় বুঝতে পেরেছিলাম যে, ইসরাইলি বিমান বাহিনী এবং ইসরাইলি সামরিক বাহিনী কিভাবে যুদ্ধাপরাধ করছে। তারা লাখ লাখ ফিলিস্তিনির জীবন বিপন্ন করছে। যখন আমি বুঝতে পেরেছিলাম, আমি শুধু পদত্যাগই করব না, এমন অন্যান্য পাইলটদের সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছি যারা এই অপরাধে প্রকাশ্যে অংশ নিতে অস্বীকার করবে।’

শাপিরা বলেন, ‘ইসরাইলে শিশু হিসাবে আপনি খুব শক্তিশালী জায়নিবাদী সামরিকবাদী শিক্ষায় উত্থিত হচ্ছেন। আপনি ফিলিস্তিন সম্পর্কে প্রায় কিছুই জানেন না, আপনি ১৯৪৮ সালের নাকবা সম্পর্কে জানেন না, চলমান নিপীড়ন সম্পর্কে আপনি জানেন না।’

ইসরাইলি সেনাবাহিনী ত্যাগের পর থেকেই শাপিরা একটি প্রচারণা চালিয়ে যাচ্ছেন যা অন্যান্য সামরিক সদস্যকে ফিলিস্তিনিদের আক্রমণ করার আদেশ অমান্য করতে উৎসাহিত করে। এই প্রচারণার ফলে ২০০৩ সাল থেকে ইসরাইলের বিমান বাহিনীর ২৭ পাইলটকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

গত এক সপ্তাহে, ইসরাইলি যুদ্ধ বিমানগুলি অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে অসংখ্যবার হামলা চালিয়েছে। যার ফলে ৫৫ শিশু এবং ৩৩ জন নারীসহ কমপক্ষে দুইশতাধিক ফিলিস্তিনি শহীদ এবং এক হাজার ২২৩ জন আহত হয়েছেন। সূত্র: মিডল ইস্ট মনিটর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।