ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

একজন প্রেসিডিয়াম সদস্য ও চারজন কেন্দ্রীয় নেতার সমন্নয়ে আওয়ামীলীগের ৮টি সাংগঠনিক টিম তৃণমূল পুনর্গঠনে নামছে

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২০ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

করোনা ভাইরাসের ধাক্কা সামলিয়ে ফের মাঠে ফিরছে রাজনীতি। ভার্চুয়াল রাজনীতি থেকে বেরিয়ে আসছে দলগুলো। ইতোমধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য ফিরে আসছে কেন্দ্রীয় কার্যালয়গুলোতে। শত শত নেতাকর্মীর আড্ডাও আগের মতো জমে উঠেছে।

দীর্ঘ পাঁচ মাস পর আবারো তৃণমূল পুনর্গঠনে নামছে আওয়ামী লীগ। গঠন করা হয়েছে ৮টি সাংগঠনিক টিম। প্রতিটির নেতৃত্বে থাকবেন একজন প্রেসিডিয়াম সদস্য ও কমপক্ষে চারজন কেন্দ্রীয় নেতা। জেলা-উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন-ওয়ার্ড পর্যন্ত দলীয় বিরোধ মিমাংসা ও কমিটি ঢেলে সাজাতে কাজ করবেন তারা। এ প্রক্রিয়ায় ত্যাগীদের মূল্যায়ন ও সুবিধাভোগীদের বাদ দেয়া হবে বলে জানিয়েছেন নীতি নির্ধারকেরা।করোনার কারণে অনেক জেলায় সম্মেলন করা যায়নি।সহযোগী সংগঠনগুলোর মধ্যে যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও মৎস্যজীবী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এছাড়া করোনা সংকটের মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও তাঁতী লীগের কমিটি। শিগগিরই এসব কমিটি পুনর্গঠনের কাজ শুরু করবে দলটি।
একই বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম  সাংগঠনিক কাজ কিন্তু চলমান বিষয়। এটা কখনও বন্ধ হয় না।হয়তো কাজের গতি-প্রকৃতি ধরন গতিপথ এগুলোর পরিবর্তন হয়। যেমন এখন করোনা সংকট, এর মধ্যে আম্পান এলো, এখন আবার বন্যা এসেছে। যখন যেগুলো আসবে তা মোকাবেলা করেই রাজনীতি চলবে।

ডিসেম্বরে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের আগে, মাত্র ২৯ জেলার সম্মেলন করে দেয়া হয়েছিল নতুন কমিটি। কাউন্সিলের পর তিন মাসে সম্মেলন হয়েছে দুই জেলায়। ৭৮ সাংগঠনিক জেলার ৪৭টিরই কমিটির মেয়াদ শেষ। এসব জেলায় সবশেষ কাউন্সিল হয়েছিল ২০১২ সাল থেকে ২০১৬ সালের মধ্যে। তখন দলের সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম।

জেলার মতো উপজেলাও চলছে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে। দলের দপ্তরের তথ্য, চলতি বছরের মার্চ পর্যন্ত ৪৯২ উপজেলার মধ্যে ১৫১টির সম্মেলন হয়েছে, বাকি ৩৪১টি। মার্চের মধ্যে তৃণমূলের সম্মেলন শেষ করতে, কেন্দ্রের নির্দেশনা থাকলেও করোনার কারণে তা করা যায়নি।

বুধবার সভাপতিমণ্ডলীর বৈঠকে চলমান পরিস্থিতি পর্যালোচনা করে, দলকে গতিশীল করতে নানা নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের নীতিনির্ধারকরাও বলছেন, স্থবিরতা কাটাতে সারা দেশে দল পুনর্গঠনের কাজে হাত দেয়া হয়েছে।

এজন্য গঠন করা হচ্ছে আটটি টিম, প্রতিটির নেতৃত্বে থাকছেন একজন প্রেসিডিয়াম সদস্য। সঙ্গে থাকবেন অন্তত চারজন করে কেন্দ্রীয় নেতা। সারা দেশ সফর করে সংগঠন শক্তিশালী করবেন তারা।

এছাড়া সম্মেলন হওয়া ৩১টি জেলার পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে ২২ সেপ্টেম্বরের মধ্যে। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রসহ তৃণমূল আওয়ামী লীগের কমিটির মেয়াদ তিন বছর জানা গেছে, আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত হয়ে আছে। অনুপ্রবেশকারী কেউ যাতে ঢুকতে না পারে সেজন্য তালিকা খতিয়ে দেখা হচ্ছে।চলতি মাসে যে কোনো সময় তা ঘোষণা করা হতে পারেএই সহযোগী সংগঠনগুলো হলো ,কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মত্স্যজীবী লীগ এবং জাতীয় শ্রমিক লীগ।

জাতীয় কাউন্সিলের আগে এসব জেলাসহ ও অন্যান্য ইউনিটের কাউন্সিল করার বিধান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।