ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

এবার ফ্রা‌ন্সের এক প্রভাবশালী সাংসদ বাংলা‌দে‌শের গা‌র্মেন্টস পণ্য বয়ক‌টের আহবান জানা‌লেন।

আন্তর্জা‌তিক ডেস্ক।
অক্টোবর ৩০, ২০২০ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্র‌তি প্যারিসের স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাট তার ক্লা‌সের শিক্ষার্থী‌দের মহানবী (সাঃ) কে ব্যাঙ্গ ক‌রে কার্টুন প্রদর্শন এবং পরব‌র্তি‌তে ঐ স্কুল শিক্ষক‌কে রাস্তায় গলা কে‌টে হত্যার কার‌নে মুস‌লিম বি‌শ্বের সা‌থে ফ্রা‌ন্সের সম্পর্ক তিক্ততার ম‌ধ্যে পৌঁ‌ছে‌ছে। এ ঘটনাকে ঘিরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ মন্তব্য নিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরই প্রেক্ষাপট ধ‌রে অ‌নেক আরব রাষ্ট্র ইতিম‌ধ্যে ফ্রা‌ন্সের পণ্য বয়কট ক‌রে‌ছে। বাংলা‌দে‌শেও ‌বি‌ভিন্ন ধর্মীয় সংগঠনগু‌লো ফ্রা‌ন্সের পণ্য বয়কট সহ বি‌ক্ষোভ ও ক্ষোভ জানা‌চ্ছে।

‌যে মুহু‌র্তে বি‌শ্বের অ‌নেক দেশ ফরাসী পণ্য বয়কট করার আন্দোল‌নে নে‌মে‌ছেন ঠিক সে সময় ফ্রা‌ন্সের একজন প্রভাবশালী সাংসদ Virginie Goron বাংলা‌দে‌শের গা‌র্মেন্টস পণ্য বয়কট করার আহবান জানা‌লেন।

Virginie Goron তাঁর সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে বার্তায় লি‌খেন, “বাংলা‌দেশী হ্যাকাররা আমা‌দের দে‌শের বিভন্ন ও‌য়েব সাই‌টে হ্যাক করার চেষ্টা কর‌ছে। যারা এ ধর‌নের কার্যকলাপ কর‌ছে সে দে‌শের গা‌র্মেন্টস পণ্য ক্রয় না উচিৎ।”

বাংলা‌দে‌শের গা‌র্মেন্টস পণ্য বয়কট করার আহবান জা‌নি‌য়ে ফ্রা‌ন্সের সাংসদ Virginie Goron এর বার্তা।

জানা যায়, বাংলা‌দেশের বি‌ভিন্ন ব্যা‌ক্তি ফ্রা‌ন্সের বিরু‌দ্ধে ভি‌ডিও ইউটিউ‌বে পোষ্ট কর‌ছে যা বি‌ভিন্ন দে‌শের রাষ্ট্রদূত‌দের গোচ‌রে এসে‌ছে।

অন্য‌দি‌কে বাংলা‌দে‌শের হ্যাকাররা ফ্রা‌ন্সের বি‌ভিন্ন ও‌য়েব সাই‌টে হ্যাক করার চেষ্টা কর‌ছে যা‌তে ফ্রান্স খুবই বিরক্ত। ইন্টার‌নেট নির্ভর ইউরো‌পের দেশ‌টি‌তে বাংলা‌দে‌শের হ্যাকার‌দের এধর‌নের কার্যকলাপে ফ্রা‌ন্সের অ‌ফি‌সিয়াল সাইট গু‌লো খুবই ক্ষুদ্ধ।
এ অবস্থায় Virginie Goron বাংলা‌দেশের গা‌র্মেন্টস পণ্য ক্রয় না করার আহবান জানা‌লেন।

উ‌ল্লেখ্য যে Virginie Goron ফ্রা‌ন্সের
National Rally দ‌লের একজন প্রভাবশালী সাংসদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।