সম্প্রতি প্যারিসের স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাট তার ক্লাসের শিক্ষার্থীদের মহানবী (সাঃ) কে ব্যাঙ্গ করে কার্টুন প্রদর্শন এবং পরবর্তিতে ঐ স্কুল শিক্ষককে রাস্তায় গলা কেটে হত্যার কারনে মুসলিম বিশ্বের সাথে ফ্রান্সের সম্পর্ক তিক্ততার মধ্যে পৌঁছেছে। এ ঘটনাকে ঘিরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ মন্তব্য নিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এরই প্রেক্ষাপট ধরে অনেক আরব রাষ্ট্র ইতিমধ্যে ফ্রান্সের পণ্য বয়কট করেছে। বাংলাদেশেও বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো ফ্রান্সের পণ্য বয়কট সহ বিক্ষোভ ও ক্ষোভ জানাচ্ছে।
যে মুহুর্তে বিশ্বের অনেক দেশ ফরাসী পণ্য বয়কট করার আন্দোলনে নেমেছেন ঠিক সে সময় ফ্রান্সের একজন প্রভাবশালী সাংসদ Virginie Goron বাংলাদেশের গার্মেন্টস পণ্য বয়কট করার আহবান জানালেন।
Virginie Goron তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তায় লিখেন, “বাংলাদেশী হ্যাকাররা আমাদের দেশের বিভন্ন ওয়েব সাইটে হ্যাক করার চেষ্টা করছে। যারা এ ধরনের কার্যকলাপ করছে সে দেশের গার্মেন্টস পণ্য ক্রয় না উচিৎ।”

জানা যায়, বাংলাদেশের বিভিন্ন ব্যাক্তি ফ্রান্সের বিরুদ্ধে ভিডিও ইউটিউবে পোষ্ট করছে যা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের গোচরে এসেছে।
অন্যদিকে বাংলাদেশের হ্যাকাররা ফ্রান্সের বিভিন্ন ওয়েব সাইটে হ্যাক করার চেষ্টা করছে যাতে ফ্রান্স খুবই বিরক্ত। ইন্টারনেট নির্ভর ইউরোপের দেশটিতে বাংলাদেশের হ্যাকারদের এধরনের কার্যকলাপে ফ্রান্সের অফিসিয়াল সাইট গুলো খুবই ক্ষুদ্ধ।
এ অবস্থায় Virginie Goron বাংলাদেশের গার্মেন্টস পণ্য ক্রয় না করার আহবান জানালেন।
উল্লেখ্য যে Virginie Goron ফ্রান্সের
National Rally দলের একজন প্রভাবশালী সাংসদ।