ঢাকারবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

এল চ্যাপোর ছেলেকে ধরতে গিয়ে বন্দুকযুদ্ধে ২৯ নিহত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৩ ৩:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

মেক্সিকোর মাদক মাফিয়া জোয়াকিন গুজম্যানের ছেলেকে ধরতে গিয়ে তীব্র বন্দুকযুদ্ধের মুখোমুখি হয়েছে মেক্সিকোর সামরিক বাহিনী। এতে ১০ সেনা সদস্যসহ মোট ২৯ জন নিহত হয়েছে। জোয়াকিন গুজম্যান বিশ্বজুড়ে পরিচিত এল চ্যাপো নামে। বর্তমানে যুক্তরাষ্ট্রের জেলে বন্দী তিনি। তার অবর্তমানে তার ছেলে ওভিদিও গুজম্যান পিতার ব্যবসার দেখাশুনা করছেন। ওভিদিও পরিচিত এল র্যা টোন বা ইঁদুর নামে।

আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার এল র্যা টোনকে ধরতে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় অভিযান চালায় মেক্সিকোর সেনাবাহিনী। তাকে গ্রেপ্তারের পর রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযানে ১০ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুইজ ক্রেসেন্সিও। একইসঙ্গে ১৯ ‘সন্ত্রাসী’ও নিহত হয়েছে। এছাড়া ৩৫ সেনা সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এল র্যা টোনকে গ্রেপ্তারের পর সিনালোয়া গ্যাং সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি করেছে।বিভিন্ন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপরে হামলা শুরু করেছে তারা। রাস্তায় গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে গ্যাং সদস্যরা। ২০১৬ সালে গ্রেপ্তার হন এল চ্যাপো। ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রের কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তার মাদক গ্যাং-এর নতুন নেতা বনে যান ছেলে ওভিদিও ওরফে এল র্যা টোন। এবার তাকেও গ্রেপ্তার করলো মেক্সিকোর নিরাপত্তা বাহিনী। সঙ্গে আরও গ্রেপ্তার হন ২১ গ্যাং সদস্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।