ঢাকাশনিবার , ২৪ জুন ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ওয়াগনার গোষ্ঠীর ‘সশস্ত্র বিদ্রোহ’ ধ্বংস করার প্রতিশ্রুতি পুতিনের

আন্তর্জা‌তিক ডেস্ক
জুন ২৪, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার ভাড়াটে হিসেবে পরিচিত ওয়াগনার গোষ্ঠীর ‘সশস্ত্র বিদ্রোহ’কে ধ্বংস করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার ২৪ জুন নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানায়, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি ‘সশস্ত্র বিদ্রোহ’ ঘোষণার পর পুতিন একথা জানিয়েছেন।

দক্ষিণ রাশিয়ার যে অঞ্চল থেকে ইউক্রেন যুদ্ধের রণনীতি তৈরি করা হত, ইয়েভগেনি প্রিগোঝিনের নেতৃত্ব সেই অঞ্চল দখলে নিয়েছে।
এটিকে পুতিন সশস্ত্র বিদ্রোহ হিসেবে দেখছেন। তিনি বলেন, এই বিদ্রোহকে চূর্ণ-বিচূর্ণ করা হবে।

প্রিগোঝিন বলেন, তিনি রাশিয়ার দক্ষিণ অঞ্চলের সামরিক সদর দফতর দখল করেছেন।
ইউক্রেন থেকে রাশিয়ায় তার বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। এই অঞ্চল থেকে ইউক্রেন যুদ্ধের রণনীতি তৈরি করা হতো।

সাঁজোয়া যান এবং যুদ্ধ ট্যাঙ্কযোগে ওয়াগনার যোদ্ধারা শহরের কেন্দ্রস্থলে অবস্থান নেওয়ার সময় বাসিন্দারা মোবাইল ফোনে চিত্রগ্রহণ করে।

রয়টার্স সূত্রে নিউইয়র্ক পোস্ট জানায়, ওয়াগনার যোদ্ধারা মস্কোর দিকে রাস্তার আরও উত্তরে ভোরোনেজ শহরে সামরিক স্থাপনাগুলোর নিয়ন্ত্রণও নিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।