ঢাকাসোমবার , ১৫ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কাটালুনিয়ায় ভোটঃ বিচ্ছিন্নতাবাদীদের পাল্লাভারী, মাদ্রিদের সঙ্গে সংঘাতের আশঙ্কা।

আন্তর্জা‌তিক ডেস্ক।
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

গতকাল রোববার স্পেনের কাটালুনিয়া প্রদেশের আঞ্চলিক নির্বাচনে বিচ্ছি্ন্নতাবাদী দলগুলির পাল্লাভারী৷ ফলে স্বাধীনতার দাবিতে মাদ্রিদের সঙ্গে সংঘাতের আশঙ্কা বেড়ে যাচ্ছে৷ জোট সরকার গঠনে জটিলতার সম্ভাবনা রয়েছে৷

স্পেন থেকে কাটালুনিয়া প্রদেশের স্বাধীনতার লক্ষ্যে গণতান্ত্রিক পথে চাপ আরও বাড়ানোর সুযোগ পাচ্ছে বিচ্ছি্ন্নতাবাদী দলগুলি৷ রবিবারের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর আঞ্চলিক পার্লামেন্টে তারা শেষ পর্যন্ত ৭৩ থেকে ৮০টি আসন পেতে পারে৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জন্য ৬৮টি আসনের প্রয়োজন৷ সে ক্ষেত্রে স্বাধীনতার পক্ষে প্রস্তাব পাস করাতে এই শিবিরের পথে কার্যত কোনো বাধা থাকবে না৷

নির্বাচনে এমন সাফল্য সত্ত্বেও বিচ্ছিন্নতাবাদীদের সামনে কিছু বড় সমস্যা থেকে যাচ্ছে৷ প্রথমত মাদ্রিদ এখনো পর্যন্ত কাটালুনিয়া প্রদেশের স্বাধীনতার প্রচেষ্টার ঘোর বিরোধিতা করে আসছে৷ দলমতনির্বিশেষে এই প্রশ্নে ঐক্য বজায় রয়েছে৷ তার উপর রবিবারের নির্বাচনে একক দল হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সমাজতন্ত্রী দল৷ প্রায় ২৩ শতাংশ ভোট ও সম্ভবত ৩৩টি আসন পাচ্ছে সমাজতন্ত্রীরা৷ এই দল কাটালুনিয়ার বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভোটারদের সমর্থন পেয়েছে৷ তবে তারা আলোচনার মাধ্যমে এই প্রশ্নের নিষ্পত্তি চায়৷ স্পেনের বাকি অংশের সঙ্গে কাটালুনিয়ার আপোশের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদের স্পৃহা দূর করার অঙ্গীকার করছে এই দল৷ দলের নেতা ও স্পেনের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইলিয়া বলেন, ‘‘আশা ভয়ের তুলনায় আরও শক্তিশালী৷’’

নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পর কাটালুনিয়ার আগামী জোট সরকার গঠনের লক্ষ্যে আলোচনা শুরু হবে৷ বাকি বিচ্ছিন্নতাবাদী দলগুলির সঙ্গে বিদায়ী সরকারের প্রধান বিচ্ছিন্নতাবাদী ইআরসি দলের মতপার্থক্য সেই প্রক্রিয়া জটিল করে তুলতে পারে৷ সমাজতন্ত্রীদের মতো ইএসসি দলও শেষ পর্যন্ত ৩৩টি আসন পেয়ে যেতে পারে৷ ফেডারেল ও রাজ্য স্তরে দলীয় রাজনীতির অনেক জটিল সমীকরণ আগামী সরকার গঠনের পথে জটিলতা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।