ঢাকাসোমবার , ১৮ জুলাই ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কালই এরদোগান ও খামেনেয়ির সঙ্গে বৈঠকে বসবেন পুতিন

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২২ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন। সেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে দেখা করবেন।

ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী, রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে আরআইএ সোমবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আসন্ন এই বৈঠক তুরস্ক-ইরান-রাশিয়া সম্পর্কের নতুন এক যুগের ইঙ্গিত দিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানও ইরান ও রাশিয়ার সর্বোচ্চ দুই নেতার সঙ্গে দেখা করতে তেহরানে যাচ্ছেন।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা বেড়ে চলার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার তেহরান যাচ্ছেন।

জানা গেছে, সিরীয় সংঘাত নিয়েই এ আলোচনা। আরববিশ্বের এ দেশে ১১ বছরেরও বেশি সময় ধরে চলা এ সংঘাতের অবসানে তথাকথিত ‘শান্তি প্রক্রিয়ার’ অংশ হিসেবে রাশিয়া, তুরস্ক ও ইরানকে সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া বিষয়ে আলোচনায় বসতে দেখা যায়।

এই তিন দেশই সিরীয় সংঘাতের ব্যাপারে জড়িত থাকলেও রাশিয়া ও ইরান দেশটির বিরোধীদের বিরুদ্ধে দামেস্ক সরকারকে সহযোগিতা করছে। অপরদিকে তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের মদদ দিচ্ছে।

খবরে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করার হুমকি দেয়ায় মঙ্গলবারের এ সম্মেলনে বসতে যাচ্ছেন তারা।

এদিকে ইরান ইতোমধ্যে সতর্ক করে বলেছে, সিরিয়ায় তুরস্কের যেকোনো সামরিক অভিযান ‘এ অঞ্চলকে অস্থিতিশীল’ করে তুলতে পারে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ আলোচনার আয়োজন করছেন।

প্রসঙ্গত, রাশিয়া ও ইরান-সমর্থিত সিরিয়ার সরকার দেশটির প্রধান শহরগুলি নিয়ন্ত্রণ করে। অন্যদিকে তুরস্ক উত্তর-পশ্চিম সিরিয়া নিয়ন্ত্রণ করে এবং মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনী পূর্ব সিরিয়া নিয়ন্ত্রণ করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।