ঢাকাশনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কুপিয়ানস্কে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২২ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণের ফলে দেশটির পূর্বাঞ্চলীয় শহরগুলো থেকে রুশ সেনাদের প্রত্যাহার করে নিয়েছে মস্কো।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার তাদের সেনারা কুপিয়ানস্কে প্রবেশ করেছে। ওই অঞ্চলটি রুশ বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহ কেন্দ্র। এদিকে ইউক্রেনের বিশেষ বাহিনী সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা গেছে, কুপিয়ানস্ক শহরে তাদের সামরিক কর্মকর্তারা অবস্থান করছে।

অন্যদিকে আলাদা এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছে, রুশ সেনারা “পুনঃসংগঠিত হতে” নিকটবর্তী শহর ইজিউম থেকে পিছু হটেছে। সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে রুশ মন্ত্রণালয় জানায়, দোনেৎস্ক ফ্রন্টে “অভিযান জোরদার করার” জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ শহর বালাক্লিয়া থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, দোনেৎস্কে পিপলস রিপাবলিকের ভূখণ্ডে ইজিয়ুম-বালাকলিয়া গ্রুপের সৈন্যদের নামিয়ে এনে এবং সংগঠিত করে একটি তিন দিনের অভিযান চালানো হয়েছিল। রুশ সেনাদের ক্ষতি রোধ করার জন্যই এই উদ্যোগ। তবে রুশ সেনা প্রত্যহারকে গুরুত্ব সহকারে দেখছে ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়া-অধিকৃত অঞ্চল আবার ফিরিয়ে নিতে পারে, বিসয়টিকে এমন ইঙ্গিত হিসেবে দেখছে জেলেনস্কি প্রশাসন।

কুপিয়ানস্কে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সেনা প্রত্যহারের বিষয়টি রাশিয়ার জন্য অপমানজনক। কারণ যুদ্ধের প্রথম সপ্তাহ থেকেই অঞ্চলটি নিজেদের দখলে রেখেছিল মস্কো।

এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছিলেন, পূর্বের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের দিকে ইউক্রেনের সেনারা ৫০ কিলোমিটার অগ্রসর হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, রাশিয়ান বাহিনী সম্ভবত অবাক হয়ে গেছে। ইউক্রেনীয় ইউনিটগুলো বেশ কয়েকটি শহর দখল করেছে বা ঘিরে রেখেছে। ইউক্রেন এই সপ্তাহের শুরুতে পূর্বে তার পাল্টা আক্রমণ শুরু করেছে, যখন আন্তর্জাতিক মনোযোগ দক্ষিণের শহর খেরসনে ছিল। তবে বিশ্লেষকরা বিশ্বাস করেন যে, রাশিয়া তার দখলকৃত শহর রক্ষার জন্য তার সবচেয়ে অভিজ্ঞ সেনাদের র্নির্দেশ দিয়েছে।

সবশেষ ইউক্রেনীয় কর্মকর্তারা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করেছেন যেখানে দেখা যায়, ইউক্রেনীয় সেনারা কুপিয়ানস্ক সিটি হলের সামনে দেশের পতাকা ধরে রেখেছে এবং তাদের পায়ের কাছে রাশিয়ার পতাকা পড়ে রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।