ইরাকের কুর্দিস্তান অঞ্চলের শহর সুলায়মানিয়ার এক চোর প্রায় ৩০ বছর আগে চুরি করা অর্থ ফেরত দিয়ে ক্ষমা চেয়েছেন।
গালফ নিউজ জানিয়েছে, অর্থ ফেরত দিলেও ওই ব্যক্তি তার পরিচয় প্রকাশ করেননি।
জানা গেছে, স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মুখোস পরা একজন ব্যক্তি হিরশ করিমের বাড়িতে আসেন এবং একটি ব্যাগ দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। হিরশ করিম জানান, ব্যাগের ভিতরে ৪ লাখ ইরাকি দিনার (প্রায় ৩৩ হাজার টাকা) পেয়েছেন তিনি। ব্যাগের মধ্যে কুর্দি ভাষায় লেখা একটি চিঠিতে চুরি করা টাকার জন্য ক্ষমা চাওয়া হয়েছে।
করিম জানান, চিঠিটিতে চুরির বিষয়ে লেখা ছিল, কুর্দিস্তান অঞ্চলে ১৯৯০ থেকে ১৯৯৮ সালের মধ্যে সুলায়মানিয়ার দক্ষিণে রিজগারি পাড়ায় তার বাবার বাড়ি থেকে কয়েক দফায় চুরি করা হয়েছিল। চিঠিতে লেখা ছিল, ‘আপনি সেখান চলে যাওয়ার পর আমি আপনাকে অনেক খুঁজেছি। আমি সামুদ জেলায় আপনার বাড়ি থেকে ৪০০ সুইস দিনার চুরি করেছি, তাই এখন আমি আপনাকে এই ৪ লাখ দিনার ফিরিয়ে দিয়েছি। আমি আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন। সেই সময় আমার পকেটে কোনো অর্থ ছিল না এবং আমার এটা খুবই প্রয়োজন ছিল।’
চুরি করা অর্থ ফেরত দেওয়া এবং ক্ষমা প্রার্থনার বিষটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। মন্তব্যকারীরা চোরের এমন কাণ্ডের জন্য সহানুভূতি ও প্রশংসা করেছেন।