ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

গণশৌচাগার থেকে বছরের পর বছর ধরে অবৈধভাবে চলা পানি বিক্রি বন্ধ করলেন সুজন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

সোমবার(১৪সেপ্টেম্বর) চট্রগ্রাম নগরীর ষ্টেশন রোড, নিউমার্কেট মোড়ে চসিকের গণশৌচাগার থেকে বছরের পর বছর ধরে অবৈধভাবে চলা পানি বিক্রি বন্ধ করলেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।

চসিক প্রশাসক ষ্টেশন রোড, নিউমার্কেট মোড়ে উন্নয়ন কাজসহ চসিকের গণশৌচাগার ঝটিকা পরিদর্শন করেন। এসময় গণশৌচাগার থেকে অবৈধভাবে পানি বিক্রি হচ্ছে দেখে পাইপ জব্দ করে নেন এবং সাথে সাথে পানি বিক্রী বন্ধের নির্দেশনা দেন।

এ প্রসঙ্গে চসিক প্রশাসক সুজন বলেন, আমার কাছে তথ্য রয়েছে কিছু অসৎ ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চসিকের পানি বিক্রীর রমরমা ব্যবসা করছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। তাই আজ থেকে এই পানি বিক্রী বন্ধ। এজন্য আমার পক্ষ থেকে মনিটরিং করা হবে একই সাথে গণশৌচাগারের ইজারা বাতিল করা হবে। যদি এমন কাজে জড়িত কাউকে পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
একই সাথে গণশৌচাগারের ইজারা বাতিল করা হবে। যদি এমন কাজে জড়িত কাউকে পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে”।
এসময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চসিকের নির্বাহী প্রকৌশলী বিপ্লব কুমার দাশ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।