টিকটকারদের দুই গ্রুপের মধ্যে গাঁজা খাওয়া নিয়ে বাধে দ্বন্দ্ব। এর জেরে সংঘর্ষের ঘটনায় খুন হয় কিশোর রাব্বি। এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, গত ১ নভেম্বর হাজারীবাগের টিকটকারদের পুল পার্টি ছিল ধামরাইয়ের একটি রিসোর্টে। সেখান থেকে ফেরার পথে প্রথমে বাসের ভেতর গাঁজা সেবনকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র গ্রুপের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে জুনিয়ররা এক সিনিয়রের বান্ধবীকে ইভটিজিং করে। ওই বান্ধবী আসাদগেটে বাস থেকে নামার পর দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়।
তিনি বলেন, সিনিয়র গ্রুপের মো. রাব্বি হোসেন ওরফে রাফা চাকু নিয়ে জুনিয়রদের দিকে তেড়ে যান। জুনিয়ররা চাকুটি কেড়ে নিয়ে তাকেসহ আরেকজনকে চুরিকাঘাতে আহত করে। পরে রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে মারা যান। শাওন নামে আহত অন্যজনের অবস্থা স্থিতিশীল।
এই ঘটনায় গতকাল বুধবার রাজধানীর হাজারীবাগ, মোহাম্মদপুর, লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত ও ভিকটিমকে আঘাতকারী ফারুক, জিতু ও জসিমকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া তথ্যে গ্রেফতার করা হয়েছে মোস্তফা, জোবায়ের ওরফে যুবরাজ ওরফে জয়, মো. রাব্বি ও মো. রোমানকে।
এ কে এম হাফিজ আক্তার বলেন, অভিযুক্তদের মধ্যে প্রধান অভিযুক্ত ফারুকের নামে হাজারীবাগ থানায় তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। অন্যান্য অভিযুক্তরাও বয়সে তরুণ, তারা কেউ কেউ ছাত্র, কেউ কেউ কারখানায় কর্মচারী।
