ঢাকাবৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো।

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

গতকাল বুধবার জাতিসংঘে নিরাপত্তা পরিষদে গাজায় মানবিক সহায়তা অনুমতি দেওয়ার জন্য লড়াইয়ের বিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের প্রস্তাবে ভেটো  দিয়েছি যুক্তরাষ্ট্র। প্রস্তাবের বিপক্ষে একমাত্র ভোটটি দেয় যুক্তরাষ্ট্র।

প্রস্তাবে ভেটো দেওয়ার পর জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড কাউন্সিলকে বলেন, “জাতিসংঘের প্রস্তাবে আনা খসড়াটি  ইসরাইলের অধিকারের উপর জোর দেওয়ার জন্য যথেষ্ট কাজ করেনি।”

রাষ্ট্রদূত আরো বলেন, “”আমরা কূটনৈতিক ভাবে কঠোর পরিশ্রম করছি।
আমরা বিশ্বাস করি আমাদের এই কূটনীতিক প্রক্রিয়ায় সহযোগিতা দেওয়া দরকার।”

বুধবার এই প্রস্তাবের বিপক্ষে একমাত্র ভোট ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ১২ সদস্য পক্ষে ভোট দিয়েছে এবং রাশিয়া ও যুক্তরাজ্য ভোট দানে বিরত ছিল।

প্রস্তাবটির খসড়ায় ব্রাজিল সমস্ত বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করে।
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে এটি ইস্রায়েলের আত্মরক্ষার অধিকারের উপর জোর দেওয়ার জন্য যথেষ্ট কাজ করেনি।
মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত ইসরায়েলকে সমালোচনামূলক প্রস্তাব থেকে রক্ষা করার জন্য তার নিরাপত্তা পরিষদের ভেটো ব্যবহার করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার গাজার একটি হাসপাতালে ইসরাইলি বাহিনীর মারাত্মক হামলার পর বিভিন্ন দেশে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসার সাথে সাথে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় ভোটটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওঠে।

সূত্র: আল-জাজিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।